ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পোশাকের মতো সুখবর নেই অন্য খাতে

প্রকাশিত: ০০:১৭, ১৭ নভেম্বর ২০১৮

পোশাকের মতো সুখবর নেই অন্য খাতে

অর্থনৈতিক রিপোর্টার॥ পোশাক খাতে অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশ। তবে চামড়াসহ অন্যান্য সম্ভাবনায় খাতের অবস্থা নেতিবাচক। বিশ্লেষকরা বলছেন, পোশাকের মতো আন্তর্জাতিক মান অনুযায়ী প্রতিযোগিতা সক্ষম করা যায়নি এই খাতগুলোকে। ফলে মিলছে না কাঙ্খিত প্রবৃদ্ধি। বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তি চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য দ্বন্দ্ব, ডলারের বিপরীতে টাকার দরপতন, ব্রেক্সিট কার্যকরসহ নানা ইস্যুর পরও সুবাতাস দেশের রপ্তানি আয়ে। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ছাড়িয়েছে প্রত্যাশাকেও। রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির হালনাগাদ তথ্য বলছে, অক্টোবর মাস শেষে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে ১হাজার ১শ ৩৩ কোটি ডলার। যা বছর ব্যবধানে বেড়েছে ২০ শতাংশের বেশি। পোশাকের মতো সুখবর নেই অন্য খাতগুলোতে। কারণ চামড়া, পাটপণ্য, হিমায়িত পণ্যের মতো খাতগুলো চলে গেছে পেছনের দিকে। বিশেষ করে, কয়েক বছর ধরে বিলিয়ন ডলারের বৃত্তে আটকে থাকা চামড়া ও চামড়াজাত পণ্যের আয় বছর ব্যবধানে কমেছে সাড়ে ১৯ শতাংশ। একই অবস্থা পাট ও পাটজাত পণ্যেও। এছাড়া হিমায়িত খাদ্য রপ্তানিতেও প্রবৃদ্ধি ১৩ শতাংশ। সিপিডির এই গবেষণা পরিচালকের মতে, আন্তর্জাতিক মান অনুযায়ী, পোশাকের মতো প্রতিযোগিতা সক্ষম করা যায়নি চামড়া ও অন্য সম্ভাবনাময় খাতগুলোকে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে স্বস্তি দিয়েছে প্লাস্টিক, ওষুধ ও বেশ কিছু উৎপাদনশীল খাত।
×