ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় স্কুলের জমি দখলে বাধা দেয়ায় হুমকি

প্রকাশিত: ০০:১৮, ১৭ নভেম্বর ২০১৮

পাথরঘাটায় স্কুলের জমি দখলে বাধা দেয়ায় হুমকি

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা ॥ বরগুনার পাথরঘাটা চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখল করে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। বাধাঁ দিতে গেলে জমি দখল কারিরা প্রধান শিক্ষকে মারধর করার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানালেও তারা এর কোন ব্যাবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ওঠেছে। গতকাল শনিবার চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান এ অভিযোগ করেন। প্রধান শিক্ষক জানান, চরদুয়ানী বাজার সংলগ্ন স্কুলের জমি পয়তাল্লিশ বছর ধরে তারা রক্ষনা বেক্ষন করছে। পরিক্ষার কারনে কয়েক দিন স্কুল বন্ধ থাকায় স্থানীয় কিছু প্রভাবশালী নেতারা প্রিয়াঙ্কা নামের এক মহিলার কাছ থেকে মোটা অংঙ্কের টাকা নিয়ে রাতের আধাঁরে ৩ শতাংশ জমি ওই মহিলাকে দখল করে দেয়। এসময় প্রধান শিক্ষক বাধা দিতে গেলে তাকে প্রিয়াঙ্কা ও তার সহযোগিরা গালমন্দ করেন এবং স্কুলের দপ্তরী গবিন্দকে রামদা স্যানা নিয়ে ধাওয়া করেন। এসময় নারী নির্যাতন মামলা দেয়ার হুমকি দেয় প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে। বিষয়টির ব্যাপারে ব্যাবস্থা নেয়ার জন্য ৬ নবেম্বর পাথরঘাটা থানায় মামলা করলে ওসি এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নী। চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদ ফিরোজ জানান, যে মহিলাটি জায়গা দখল করেছে সে একজন হিন্দু সম্প্রদায়ের লোক এবং অত্যন্ত অসামাজি। এ জন্য ভয়ে তার কাছে কেউ যেতে সাহস পাচ্ছে না এবং স্থানী কিছু প্রভাবশালী নেতারা তাকে মদত দিচ্ছে। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ষ্টেশনে না থাকায় তার বিরুদ্ধে কোন ব্যাবস্থও নিতে পারছি না। তিনি আসলে ব্যাবস্থা নেয়া হবে। এ বিষয় প্রিয়াঙ্কা মিস্ত্রীর কাকা বিধান মিস্ত্রী জানান, এই জায়গার মালিক পানি উন্নয়ন বোর্ড তারা আমাদের নোটিশ দিয়েছে। আমরা তাদের সাথে বুঝপারা করব। আইন আদালত এর ফয়সালা দিবে। এ ব্যাপারে পাথরঘাটা থানার ওসি মোঃ হানিফ সিকদার জানান, জমিজমার বিষয়টি আদালতের এটা আমরা দেখবনা। ঘটনা স্থলে আইন শৃঙ্খলার অবনতি হলে ব্যাবস্থা নিব।
×