ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত দেশ গড়ার লক্ষ্যেই কাজ করছেন : আবুল কালাম আজাদ

প্রকাশিত: ০০:১৮, ১৭ নভেম্বর ২০১৮

শেখ হাসিনা ২০৪১ সালে  উন্নত দেশ গড়ার লক্ষ্যেই কাজ করছেন : আবুল কালাম আজাদ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে ৬ মাসব্যাপী উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। শনিবার সকালে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত বিশাল মঞ্চে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ওই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যেই কাজ করছেন না, তিনি ২১০০ সালে বাংলাদেশ কোথায় যাবে সে লক্ষ্যও স্থির করেছেন। তিনি বলেন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য ও তথ্য-প্রযুক্তিসহ উন্নয়নের যতগুলো ক্ষেত্র রয়েছে তার সকল ক্ষেত্রে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে সরকার। তিনি শেরপুরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও রেললাইনসহ ফোরলেন সড়ক যোগাযোগ দাবি পূরণ না হওয়ার বিষয়ে বিভিন্ন বক্তার বক্তব্যের জবাবে বলেন, শেরপুর হয়ে সীমান্ত পথে রেললাইন স্থাপনসহ ময়মনসিংহ-শেরপুর সড়ক ফোরলেনের আদলে ৩৬ ফুট প্রশস্তকরণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শেরপুরেও মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, উন্নয়ন কাজগুলো সবাই মিলেই করতে হয়। তবে তার পরিকল্পনা জনপ্রতিনিধিরাই করে থাকেন। তাই বড় ধরনের সমস্যাগুলো সমাধানে জনপ্রতিনিধিদেরকেই লেগে থাকতে হবে। তাদেরকেই গুছিয়ে দিতে হবে। আর আমরা সরকারের কর্মচারী হিসেবে সেগুলো এগিয়ে নেব, দ্রুত ভালোভাবে শেষ করব। পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, নৌ-পরিবহন সচিব আব্দুস সামাদ, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) দিলদার আহমেদ, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) মোঃ মাহবুব হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, এলজিইডির ইউজিআইআইপি-৩’র প্রকল্প পরিচালক একেএম রেজাউল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান শহীদুল ইসলাম, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, শ্রীবরদী পৌর মেয়র আবু সাইদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, চেম্বার সভাপতি মোঃ মাছুদ, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান প্রমুখ। শেরপুরের মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রয়াত পৌর মেয়রদের স্মরণে শোকবার্তা পাঠ করেন প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল। অনুষ্ঠানে অতিথিদের হাতে শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তির সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে বিকেলে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত বৃহত্তর ময়মনসিংহের প্রাচীনতম শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে শহরকে সাজানো হয়েছে নতুন সাজে। মোড়ে মোড়ে উঠেছে তোরণ। আর আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে শহরের স্থাপনাগুলো।
×