ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নর্থবেঙ্গল চিনিকলে উদ্ধোধন এর ৮ ঘন্টা পর যান্ত্রিক ত্রুটি

প্রকাশিত: ০০:৪৩, ১৭ নভেম্বর ২০১৮

নর্থবেঙ্গল চিনিকলে উদ্ধোধন এর ৮ ঘন্টা পর যান্ত্রিক ত্রুটি

সংবাদদাতা, লালপুর ॥ আখ মাড়াই এর উদ্বোধনের ৮ ঘন্টা পরই যান্ত্রিক ত্রুটির কারণে চিনি উৎপাদন বন্ধ হয়ে গেছে উত্তর বঙ্গের ভারী শিল্প লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলের। এঘটনায় চিনকলটি বন্ধ রয়েছে । শুক্রবার বিকেলে চিনিকল চত্বরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ডোঙ্গায় আখ ফেলে অতিথিরা আখ মাড়াই মৌসুম উদ্বোধন করেন। নর্থ বেঙ্গল চিনিকল সূত্রে জানা যায়, উদ্বোধনের ৮ ঘন্টা পর রাত আড়াইটার দিকে স্ট্রিম লাইনের পাইপ ফেটে যাওয়ার কারণে নর্থ বেঙ্গল চিনিকলের চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান জানান, মেরামত কাজ চলছে বিকাল নাগাদ চালু হতে পারে।
×