ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ মার্চ ২০২৪, ৩১ ফাল্গুন ১৪৩০

নরসিংদীতে সংঘর্ষের ঘটনায় অস্ত্রসহ আটক ১৩

প্রকাশিত: ০১:৩১, ১৭ নভেম্বর ২০১৮

নরসিংদীতে সংঘর্ষের ঘটনায় অস্ত্রসহ আটক ১৩

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ মেঘনা নদী বেষ্ঠিত রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা বাশঁগাড়ী ও নিলক্ষায় এলাকার আধিপত্য নিয়ে পৃথক সংঘর্ষের ঘটনায় অস্ত্র আইনে রায়পুরা থানায় ২ টি মামলা দায়ের হয়েছে। রায়পুরা থানার উপ- পরিদর্শক রাফিউল করিম বাদী হয়ে শুক্রবার রাতে অস্ত্র আইনে ২ টি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ১৩ জনকে আটক ও ৯ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রায়পুরা থানার ওসি মহসিন উল কাদির জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাশঁগাড়ীতে হাফিজুর রহমান শাহেদ সরকারের সমর্থক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত সিরাজুল হক সরকারের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল । সাহেদ সরকারের সমর্থকরা দীর্ঘদিন যাবত গ্রাম ছাড়া অবস্থায় দিন পার করে। এর আগে বিরোধের জের ধরে দু’ পক্ষের হামলা পাল্টা হামলায় চেয়ারম্যান সিরাজুল হক সহ একাধিক নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে বাশঁগাড়ী গ্রামের প্রয়াত সাহেদ সরকারের সমর্থক রা গ্রামে তাদের নিজ বাড়ী ঘরে ঢোকার চেষ্টা করেন , এসময় প্রয়াত সিরাজুল হক চেয়ারম্যানের ছেলে বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক ও বাবুর মেম্বারের নেতৃত্বে তাদের লোকজন স্থানীয় বালুরমাঠ এলাকায় প্রয়াত হাফিজুর রহমান শাহেদ সরকার পক্ষের লোকজন জামাল , জাকির , ও সুমনের লোকজনের উপর হামলা চালায়। এসময় উভয়পক্ষের সংঘর্সের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে এস.এস,সি পরীক্ষার্থী তোফায়েল রানা (১৬) নিহত হয়। তোফায়েল বাশঁগাড়ী গ্রামের আর্ব্দুলাহ ফকিরের ছেলে এবং সে স্থানীয় বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত হয় অন্তত: ১০জন। একই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নিলক্ষায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থকদের মধ্যে সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকারের সমর্থকদের মধ্যে বন্ধুক ও টেটাযুদ্ধ সংগঠিত হয়্ এতে নিলক্ষা ইউনিয়নের বীঁরগাও গ্রামের ওসমান মিয়ার ছেলে ও গোপীনাথপুর গ্রামের মৃত সোবহান মিয়ার ছেলে স্বপন মিয়া নিহত হয় এবং ৫০ জন আহত হয়। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় ৩ জনকে ঢাকা য় পাঠানো হয়। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান, আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরা উপজেলার বাশগাঁড়ী ও নিলক্ষায় পৃথক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।
×