ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০১:৪১, ১৭ নভেম্বর ২০১৮

রাজশাহীতে মোটরসাইকেল  চোর সিন্ডিকেটের দুই  সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) একটি টিম বৃহস্পতিবার ও শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া বোর্ডঘর এলাকার রইস উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২০) ও গোদাগাড়ী থানার বিদিরপুর সাকপাল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে গোলাম রসুল ওরফে মোর্শেদ (৪৫)। আরএমপি পুলিশের সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাতে মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ডিসকভার ১৫০ সিসি একটি চোরায় মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে সাব্বিরের দেয়া তথ্য মতে পরের দিন শুক্রবার রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিদিরপুর এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের অপর সদস্য গোলাম রসুলকে গ্রেফতার করা হয়। পুলিশ গোলাম রসুলের কাছ থেকেও একটি ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। মোটরসাইকেল চোর সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
×