ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাণিজ্য যুদ্ধ প্রভাব ফেলতে পারে বাংলাদেশেও ॥ ঢাকা চেম্বার

প্রকাশিত: ০১:৫৭, ১৭ নভেম্বর ২০১৮

বাণিজ্য যুদ্ধ প্রভাব ফেলতে পারে বাংলাদেশেও ॥ ঢাকা চেম্বার

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের হুমকি-পাল্টা হুমকি সাম্প্রতিকতম বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। পৃথিবীর বৃহত্তম অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে চীন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্য দেশগুলো একে অপরের পণ্যের উপর ট্যারিফ ও পাল্টা ট্যারিফ আরোপের ফলে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তাতে বৈশ্বিক জিডিপি’র ০.৮১ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সম্ভাবনা রয়েছে দীর্ঘ বৈশ্বিক মন্দা। এর ফলে অবশ্য যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোষাক রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে। তবে বিশ্ব বাণিজ্য যুদ্ধে যে সংকট সৃষ্টি হবে তা থেকে উত্তরণে মানব সম্পদের দক্ষতা উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ বাড়ানো এবং নীতিমালা সংষ্কারের উপর জোর দিতে হবে। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট যৌথভাবে আয়োজিত ‘বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ এবং বাংলাদেশে-এর প্রভাব’ শীর্ষক এক সেমিনার বক্তারা এসব বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু। বিশেষ অতিথি ছিলেন রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র ভাইস চেয়ারম্যান বিজয় ভট্রাচার্য। ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন’র সিনিয়র ইকোনোমিষ্ট ড. এম মাশরুর রিয়াজ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য ড. মোস্তফা আবিদ খান, ঢাকা চেম্বারের পরিচালক ও এনার্জীপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড’র ব্যবস্থপনা পরিচালক হুমায়ুন রশিদ নির্ধারিত আলোচনায় অংশগ্রহণ করেন।
×