ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আয়কর মেলায় পাঁচ দিনে দেড় হাজার কোটি টাকার রাজস্ব আদায়

প্রকাশিত: ০২:২৭, ১৭ নভেম্বর ২০১৮

আয়কর মেলায় পাঁচ দিনে দেড় হাজার কোটি টাকার রাজস্ব আদায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ আয়কর মেলার মাধ্যমে পাঁচ দিনে দেড় হাজার কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সাপ্তাহিক ছুটি থাকায় শনিবারও রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব চত্বর করদাতাদের ভিড়ে মুখরিত ছিল। আয়কর রিটার্ন দাখির করার পাশাপাশি এদিন উল্লেখযোগ্য সংখ্যক তরুন-তরুণী ইটিআইএন সংগ্রহ করেছেন। এছাড়া সারাদেশে আয়কর আদায় ২৯০ কোটি ৫২ লক্ষ ৯৩ হাজার ৭০৮ টাকা। ঢাকার মতো দেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরগুলোর মেলাতেও করদাতের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে, ছুটি থাকায় শনিবার সকাল থেকেই মেলা প্রাঙ্গণে করদাতাদের ভিড় বাড়তে থাকে। এদিন দেশের ৮টি বিভাগ, ৫২ টি জেলা এবং ১৩ টি উপজেলাসহ মোট ৭৩ টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। পেশাজীবী, চাকুরিজীবী, তরুণ করদাতা, নারী করদাতা, অনলাইন রিটার্ন দাখিল বুথে করদাতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ৮১ হাজার ৫৯৯ জন রিটার্ন দাখিল করেছে এবং সারাদেশে ইটিআইএন নিয়েছে ৫ হাজার ৪৮৮ জন। এছাড়া সেবা নিয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৯১৭ জন। অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রম উদ্বোধনের মধ্যদিয়ে সকালে করমেলা শুরু হয়। এই কার্যক্রম উদ্বোধন করেন আয়কর মেলা-২০১৮ এর সমন্বয়ক ও এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপক জিয়া উদ্দিন মাহমুদ। ওই সময় তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে ডিজিটাল কার্যক্রম চালুর মাধ্যমে এনবিআর এগিয়ে চলছে। তারই অংশ হিসেবে অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ভবিষ্যতে অনলাইনেই কর সংক্রান্ত সব ধরনের সেবা পাওয়া যাবে। এতে হয়রানি অনেকাংশে কমবে, করদাতাদের সচেতনতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে কর একাডেমীর মহাপরিচালকসহ কর বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর সচেতনতা বাড়াতে প্রতিদিনের মতো এদিনও অনুষ্ঠিত হয়েছে কর শিক্ষণ ফোরাম। এতে নটরডেম কলেজের ৪০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। কুইজ বিজয়ী প্রথম ৩ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসাবে প্রাইজবন্ড, সনদপত্র ও বই প্রদান করা হয়েছে। এছাড়া বিজয়ী ১০জন শিক্ষার্থীকে সনদপত্র ও বই প্রদান করা হয়। পাশাপাশি নটরডেম কলেজকে সনদপত্র প্রদান করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। আগামী ১৯ নবেম্বর সোমবার সপ্তাহব্যাপী অনুষ্ঠিত আয়কর মেলার পর্দা নামবে।
×