ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ রোহিঙ্গা আহত

প্রকাশিত: ০৪:১০, ১৭ নভেম্বর ২০১৮

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ রোহিঙ্গা আহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নগদ টাকা কামাই করতে রোহিঙ্গারা না জেনেও যে কোনো ব্যবসা পরিচালনায় মরিয়া হয়ে উঠেছে। ইলিয়াছ নামে এক রোহিঙ্গা শিশুদের বেলুনে গ্যাস ভরে দিয়ে টাকা কামাই করছিল। খেলনার বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নয়জন রোহিঙ্গা আহত হয়েছে। শনিবার সকালে উখিয়ার মধুরছড়া ৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে- ক্যাম্পের আবদুল গফুরের পুত্র হামিদ উল্লাহ, মো: শফির পুত্র মোহাম্মদ ইলিয়াছ, ইমাম শরীফের পুত্র সরওয়ার, আবদুল হাকিমের পুত্র নুরুল আলম, আবদুল মালেকের পুত্র আবদুল কাদের, মো: জাফর আলমের পুত্র ফয়েজ উল্লাহ, মো: জমিরের পুত্র আনোয়ার খালেদ, মো: শরীফের পুত্র এজাজুল হক ও মো: হাশিমের মেয়ে তসলিমা। তাদের আহতাবস্থায় উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য আন্তর্জাতিক শরণার্থী আইন অনূসারে শরণার্থীরা আশ্রয় শিবিরে থাকবে। তারা বাড়তি কোনো রোজগার করতে পারেনা। এমনকি যে দেশে আশ্রিত, ওই দেশের মুদ্রাও সঙ্গে রাখা যায়না। এ আইন রোহিঙ্গা শিবিরে যেন প্রয়োগ নেই। রোহিঙ্গারা সেচ্ছায় যত্রতত্র যাতায়াত করছে। দোকানপাট গড়ে তুলে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ দেশীয় মোবাইল ফোন (সীম) ব্যবহার করছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব দেখেও যেন দেখেনা। উখিয়া থানার ওসি জানান, কুতুপালং জি-২ জোন কিউতে রোহিঙ্গা মো: ইলিয়াছ সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিন। এ সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জন আহত হয়।
×