ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেশবাসী ক্ষমা করবে না ॥ বি. চৌধুরী

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ নভেম্বর ২০১৮

নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেশবাসী ক্ষমা করবে না ॥ বি. চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, কোনপক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে দেশবাসী তাদের ক্ষমা করবে না। শনিবার বিকল্পধারার বাড্ডার নির্বাচনী কার্যালয়ে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের প্রার্থী মনোনয়ন বিষয়ে আলোচনা ও বিএনপি নেতা ড্যাবের সাবেক সভাপতি ডাঃ রফিকুল ইসলাম চৌধুরীর বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। বি. চৌধুরী বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে তারা এখন সরকারের কাছে দায়ী নন। কমিশন একশত ভাগ স্বাধীন। বি. চৌধুরী বলেন, যারা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে তাদের সঙ্গে ঐক্য করিনি। ড. কামাল হোসেন স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ঐক্য করলেন। তারা তাদের (স্বাধীনতাবিরোধী) স্বীকৃতি দিয়েছেন। তখন আমাদের স্মরণ হয় লাখ লাখ শহীদের, নির্যাতিত মা বোনদের। তারাই আমাদের ঐক্যের প্রতীক। আমরা স্মরণ করি ইতিহাসের স্বাপ্নিক পুরুষ বঙ্গবন্ধুকে, জিয়াউর রহমানকে, মওলানা ভাসানীকে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা ফজলুল হককে ও ওসমানীকে। কিন্তু কোন দলের মেনিফেস্টোতে এসব নেতার নাম নেই। যুক্তফ্রন্ট এসব নেতাকে শ্রদ্ধা করে এবং দেশে শ্রদ্ধার রাজনীতি স্থাপন করবে। তিনি বলেন, আমরা সন্ত্রাস ও দুর্নীতিকে ঘৃণা করি। দুর্নীতি বাংলাদেশকে গ্রাস করেছে। দুর্নীতি কমাতে পারলে উন্নয়ন অনেক বেশি হতো। বাংলাদেশের চেহারা অনেক ভাল হতো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব সচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়কারী গোলাম সারোয়ার মিলন, ইঞ্জিনিয়ার ইউসুফ, সদ্য বিকল্পধারায় যোগদানকারী বিএনপি নেতা ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, নাজিম উদ্দিন আল আজাদ-চেয়ারম্যান বিএলডিপি জেবেল রহমান গানি চেয়ারম্যান বাংলাদেশ ন্যাপ এম, গোলাম মোস্তফা ভুইয়া, দেলোয়ার হোসেন, খোন্দকার গোলাম মোর্তুজা প্রমুখ।
×