ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চড়ুই আকৃতির ডাইনোসর

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ নভেম্বর ২০১৮

চড়ুই আকৃতির ডাইনোসর

প্রায় ২৩ কোটি বছর আগে পৃথিবীতে বৃহদাকার তৃণভোজী প্রাণী ডাইনোসরের আগমন। এরপর ১৬ কোটি বছর এই প্রাণী পৃথিবীতে রাজত্ব করে। এতদিন ডাইনোসর বলতে আমরা খুবই বড়সড় প্রাণীকে বুঝতাম। তবে এই ডাইনোসর যে চড়ুই পাখির আকারও হতে পারে তা আমাদের ধারণার বাইরে ছিল। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আমাদের সামনে ডাইনোসর নিয়ে এক নয়া অধ্যায়ের সূচনা করেছেন। তারা জানাচ্ছেন, ১১ কোটি বছর আগে কোরীয় অঞ্চলে সবচেয়ে ক্ষুদ্র ডাইনোসরের অস্তিত্ব ছিল। এসব ডাইনোসর ঠিক চড়ুই পাখি আকৃতির ছিল। ওই গবেষক দল সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এক শুকিয়ে যাওয়া হ্রদের নিচে এই চড়ুই পাখি আকৃতির ডাইনোসরের লেজ ও পায়ের ছাপ খুঁজে পান। গবেষক দলের প্রধান এ্যান্টর্নি রোমিলো বলেন, এই পায়ের ছাপ বিশ্লেষণ করে মনে হচ্ছে এটাই বিশ্বের ক্ষুদ্রতম ডাইনোসরের পায়ের ছাপ। তিনি বলেন, ক্ষুদ্রতম ডাইনোসরের পা ও লেজের এই ছাপ গবেষকদের সামনে নতুন দীগন্ত খুলে দিল। রোমিলো বলেন, এই ছাপ দেখে মনে হচ্ছে এই ডাইনোসরটির আকার চড়ুই পাখির চেয়ে বেশি হবে না। তিনি বলেন, মোট তিনটি ছাপের মধ্যে আবার একটির আকার বর্তমান যুগের বিড়ালের পায়ের ছাপের সমান। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণা সম্প্রতি জার্নাল ‘সায়েন্টিফিক রিপোর্টস’ সাময়িকীতে প্রকাশিত হয়।- ইউপিআই অবলম্বনে।
×