ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনে বাধা মৌমাছি

প্রকাশিত: ০৬:১২, ১৮ নভেম্বর ২০১৮

নির্বাচনে বাধা মৌমাছি

চলতি বছরের ৭ ডিসেম্বর ভারতের রাজস্থান রাজ্যে ভোট। নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন নির্বাচন কর্মীরা। রাজ্যের জালোর জেলার ভালিনি গ্রামে আসতেই তারা এমন পরিস্থিতির মুখোমুখি হলেন, যার নজির নির্বাচন কমিশনের ম্যানুয়াল হাতড়ে খুঁজে পাননি তারা। মৌমাছির হুল থেকে কীভাবে রক্ষা করবেন ভোটারদের, এটাই ছিল তাদের চিন্তার কারণ। ভালিনি গ্রামে পোলিং বুথের ঠিক পাশেই বাড়ি মালারাম মালির। বুথ লাগোয়া একটি গাছেই বিরাট মৌমাছির চাক নজরে আসে ভোটকর্মীদের। তাতেই বিপদের আঁচ পান তারা। কারণ দীর্ঘদিনের ওই মৌচাক বাড়তে বাড়তে রীতিমতো পাকাপাকিভাবেই ঘাঁটি গেড়েছে মালারামের বাড়িতে। ভোট চলার সময় কোন কারণে মৌমাছিরা ক্ষেপে গিয়ে ভোটারদের ওপর হামলা চালালে পণ্ড হতে পারে ভোট। তাই বিষয়টি হালকাভাবে নেননি তারা। অগত্যা তারা সরকারীভাবে ব্যবস্থা নিতে তৎপর হন। ইন্ডিয়া টাইমস অবলম্বনে।
×