ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যা নিয়ে সিআইএ’র মূল্যায়ন

নির্দেশদাতা সৌদি যুবরাজ

প্রকাশিত: ০৬:৩৫, ১৮ নভেম্বর ২০১৮

নির্দেশদাতা সৌদি যুবরাজ

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ মনে করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই গত মাসে ইস্তানবুলের কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। সিআইএর এই মূল্যায়ন স্পষ্টতই সৌদি সরকারের দাবির বিপরীত। রিয়াদ দাবি করেছিল খাশোগি হত্যার সঙ্গে সৌদি রাজ পরিবার জড়িত নয়। এএফপি ও ওয়াশিংটন পোস্ট। যুবরাজ বিন সালমানের নির্দেশেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে সিআইএ’র একটি প্রতিবেদনে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সিআইএ ঘনিষ্ঠ একজন মার্কিন কর্মকর্তা শুক্রবার এ তথ্য প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন সিআইএ তাদের মূল্যায়ন কংগ্রেসকে জানিয়েছে। সৌদি সরকার এর আগে বলেছিল খাশোগি হত্যার বিষয়ে যুবরাজ কিছুই জানেন না। ওয়াশিংটন পোস্টে সিআইএ’র এই মূল্যায়ন প্রতিবেদনের কথা জানতে পারে। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি ওয়াশিংটনে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। সৌদিতে তিনি গ্রেফতার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তিনি ছিলেন সৌদি রাজ পরিবারের বিশেষ করে যুবরাজের একজন কট্টর সমালোচক। খাশোগি সম্প্রতি কয়েকটি নিবন্ধে রাজতন্ত্রের কড়া সমালোচনা করেন। বিশেষ করে সৌদি সমাজ সংস্কারের যে উদ্যোগ বিন সালমান নিয়েছেন তার প্রকৃত কারণ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এদিকে দেশে ফেরার জন্য তার ওপর চাপ বাড়ছিল। কিন্তু তিনি দেশে ফিরতে রাজি ছিলেন না। ২ অক্টোবর তিনি বিয়ের জন্য কাগজপত্র নিতে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যাকা-ের শিকার হন। তুরস্ক সরকারের দাবি, পরিকল্পিতভাবে এই হত্যাকা- ঘটানো হয়। তাকে হত্যা করে তার মৃতদেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এরদোগানের একজন উপদেষ্টা বলেছেন, ১৫ সদস্যের সৌদি কিলিং টিমের প্রধান খাশোগিকে হত্যার পর বার যুবরাজ বিন সালমানের দফতরে চারবার ফোনে কথা বলেছেন। সিআইএ জানিয়েছে, খাশোগিকে নিয়ে যুবরাজের ভাই যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত খালেদ বিন সালমানের ফোনালাপ নিয়ে তদন্ত করে তারা এই মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে। খালেদই খাশোগিকে তাদের ইস্তানবুলের কনস্যুলেট থেকে তার দরকারি কাগজপত্র সংগ্রহ করার পরামর্শ দিয়েছিলেন। খালেদ খাশোগিকে কোন বিপদ না হওয়ার নিশ্চয়তাও দিয়েছিলেন। এ বিষয়ে হোয়াইট হাউস ও পররাষ্ট্র দফতর এখনও কোন মন্তব্য করেনি। সিআইএ’র মূল্যায়নকে অতিরঞ্জিত দাবি ওয়াশিংটনে সৌদি দূতাবাসের মুখপাত্র ফাতিমা বাশিন বলেছেন, এই মূল্যায়নে যা দাবি করা হয়েছে তা সঠিক নয়। তুরস্কে যাওয়া না যাওয়ার বিষয়ে রাষ্ট্রদূতের (খালেদ) সঙ্গে খাশোগির কোন কথা হয়নি। খাশোগিকে হত্যা করা হবে, এমন কথা খালেদ জানতেন কি না তা নিশ্চিত নয়। তবে তিনি তার ভাইয়ের (যুবরাজ) কথা মতো তাকে ফোন করেছিলেন। সিআইএ এটাও মনে করে যে, বিন সালমানের ক্ষমতার ওপর দৃঢ় নিয়ন্ত্রণ রয়েছে। খাশোগি কেলেঙ্কারিতে তার ক্ষমতা হারানোর আশঙ্কা নেই। ধারণা করা হয়, যুবরাজের নির্দেশেই তাকে হত্যা করা হয়। খাশোগির মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি, এ বিষয়ে সৌদি আরবও কিছু বলছে না। তুরস্ক এ হত্যাকা-কে ইচ্ছাকৃত দাবি করে সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলছে। পাশাপাশি এর পেছনে থাকা ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সৌদি আরবের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৮ সৌদি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে বৃহস্পতিবার মৃত্যুদ- দাবি করেছেন সৌদি পাবলিক প্রসিকিউটর।
×