ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেডারেল বিচারকের রুল

হোয়াইট হাউসে প্রবেশাধিকার পেলেন সিএনএন রিপোর্টার

প্রকাশিত: ০৬:৩৬, ১৮ নভেম্বর ২০১৮

হোয়াইট হাউসে প্রবেশাধিকার পেলেন সিএনএন রিপোর্টার

যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক শুক্রবার সিএনএনের অনুকূলে রুল দিয়েছেন। সিএনএনের রিপোর্টার জিম আকোস্টা এখন থেকে সাংবাদিক হিসেবে হোয়াইট হাউসে প্রবেশাধিকার পাবেন। বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে। গার্ডিয়ান। সাংবাদিক হিসেবে প্রবেশের কাগজপত্র থাকার পরও আকোস্টা সম্প্রতি হোয়াইট হাউসে নিষিদ্ধ হন। সিএনএন হোয়াইট হাউসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে মামলা করে। সিএনএনের মামলার প্রেক্ষিতে আদালত আকোস্টার মিডিয়া পাসের বৈধতা পুনর্বহাল করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বিতর্কের পর হোয়াইট হাউস আকোস্টার মিডিয়া পাস বাতিল করে। শুক্রবার বিচারক টিমোথি কেলি সাংবাদিক আকোস্টার বাতিল হওয়া মিডিয়া পাস তাৎক্ষণিকভাবে পুনর্বহালের নির্দেশ দেয়। বিচারক বলেন, এটি সাময়িক ব্যবস্থা। এ বিষয়ে মামলা চলবে। তিনি এ বিষযে ইঙ্গিত দেন যে, যেহেতু হোয়াইট হাউসের ওই নির্দেশের মাধ্যমে সংবিধানের পঞ্চম সংশোধনীতে দেয়া অধিকার লঙ্ঘিত হয়েছে তাই এ মামলায় সিএনএনের জয়লাভের সম্ভবনা আছে। আকোস্টার মিডিয়া পাস বাতিলের কারণ উল্লেখ করে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স প্রথম যে বিবৃতিকে ‘সম্ভবত অসত্য এবং কিছুটা পক্ষপাতমূলক’ বলে মন্তব্য করেছেন। কারণ যে তথ্যের ওপর ভিত্তি করে ওই পাস বাতিল করার তার সত্যতা নিয়ে প্রশ্ন ছিল বলে কেলি উল্লেখ করেন। সারাহর বিবৃতিতে হোয়াইট হাউসের একজন ইন্টার্নকে স্পর্শ করার অভিযোগে আকোস্টাকে শাস্তি দেয়ার কথা বলা হয়েছিল। ওই ইন্টার্ন আকোস্টার কাছ থেকে তার মাইক্রোফোন নিয়ে যেতে চাইলে ঘটনাটি ঘটেছিল। কেলি তার মৌখিক রুলিংয়ে বলেন, যে প্রক্রিয়া অনুসরণ করেই আকোস্টার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়ে থাকুক তার প্রেস পাস বাতিল করেছেন সে বিষয়ে অস্পষ্টতা রয়ে গেছে। কেলিকে ট্রাম্পই বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। কেলি অবশ্য প্রথম সংশোধনীর কথা উল্লেখ করেননি। ওই সংশোধনীতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। কেলির রুলিংয়ের বিষয়ে হোয়াইট হাউস সাময়িকভাবে আকোস্টার পাস পুনর্বহাল করার কথা জানিয়েছে। স্যান্ডার্স বলেছেন, গণমাধ্যমের সঙ্গে যেন যথাযথ আচরণ করা যায় সে উদ্দেশে আমরা নিয়ম ও পদ্ধতিগুলো পর্যালোচনা করছি। ট্রাম্প এদিন বলেন, ‘আমদের নিয়ম কানুন ঠিক রাখতে হবে। আদালতের নির্দেশনা মতো আমরা গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে চাই।’ ট্রাম্প অবশ্য মূলধারার গণমাধ্যমের বিরুদ্ধে প্রায়ই বক্তব্য দিয়ে থাকেন। তার এই আক্রমণের অন্যতম টার্গেট সিএনএন।
×