ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৬:৩৭, ১৮ নভেম্বর ২০১৮

অ ন ্য র ক ম

ডুবে যাওয়া সাবমেরিনের সন্ধান এক বছর আগে ৪৪ জন ক্রু নিয়ে ডুবে যাওয়া সাবমেরিনের সন্ধান পাওয়া গেছে। এআরএ সান জুয়ান সাবমেরিনটি আর্জেন্টিনা উপকূল থেকে চার শ’ ৩০ কিলোমিটার (দুই শ’ ৭০ মাইল) দূরে গতবছর ১৫ নবেম্বর ডুবে যায়। সাবমেরিনটি ডুবে যাওয়ার দুই সপ্তাহ পর উদ্ধার অভিযান বন্ধ করে দেয়া হয়। তারপর থেকে সেটি নিখোঁজ ছিল। সেটি এখন আটলান্টিক মহাসাগরের তলদেশে আট শ’ মিটার (দুই হাজার ছয় শ’ ২০ ফিট) নিচে রয়েছে। আর্জেন্টাইন নেভির শেয়ার করা সমুদ্র তলদেশের ছবিতে দেখা গেছে ৬০ মিটার লম্বা একটি বস্তু দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সেটি নিখোঁজ সাবমেরিনের ছবি। -বিবিসি কখনই কম্পিউটার ব্যবহার করেননি সম্প্রতি জাপান তার দেশের সাইবার সিকিউরিটি ও অলিম্পিকমন্ত্রী নিয়োগ দিয়েছে। পার্লামেন্টে ওই মন্ত্রী জানিয়েছেন, তিনি তার জীবনে কখনই কম্পিউটার ব্যবহার করেননি। যদিও তার ওপর ২০২০ সালের টোকিও সামার গেমসে সাইবার সিকিউরিটির প্রস্তুতির বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রীর নাম হচ্ছে, ইয়োশিতাকা সাকুরাদা (৬৮)। গতমাসে প্রধামন্ত্রী শিনজো আবে তাকে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। পার্লমেন্টারিয়ান হিসেবে ২২ বছরের রাজনীতিতে তিনি ইয়োশিতাকা কখনোই মন্ত্রিত্ব পাননি। এবারই প্রথম তিনি মন্ত্রী হলেন। -সিএনবিসি
×