ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক ও লেনদেন সামান্য কমেছে

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ নভেম্বর ২০১৮

পুঁজিবাজারে সূচক ও লেনদেন সামান্য কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে আরও একটি সপ্তাহ কেটেছে প্রাণহীন, নিস্তরঙ্গ। গত সপ্তাহে বাজারে লেনদেন অল্প বেড়েছে। অন্যদিকে মূল্যসূচক সামান্য কমেছে। এ সময়ে দেড় শতাধিক কোম্পানি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দু’তিনটি কোম্পানি ছাড়া বাকি সবগুলোর মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে গতবছরের প্রথম প্রান্তিকের কাছাকাছি। আলোচিত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৮৫ কোটি টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ১ হাজার ৯৭১ কোটি টাকার কেনাবেচা বা লেনদেন। আলোচিত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৫৫২ কোটি ৯২ লাখ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৫১৯ কোটি ১৯ লাখ টাকা। গত সপ্তাহে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৪ দশমিক ৪৯ শতাংশ কমে ৫ হাজার ২৪৯ দশমিক ১ পয়েন্টে নেমেছে। আগের সপ্তাহে এই সূচকটি শুন্য দশমিক ৪৯ শতাংশ বেড়েছিল। আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩৪৭ কোটি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৪৩টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৮৬টির দাম। আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। দুটি ইস্যুর কোন লেনদেন হয়নি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে মোট ১ হাজার ১৯ কোটি ৩২ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশ বেশি। সিএসইতে প্রধান মূল্যসূচক সিএএসপিআই আগের সপ্তাহের চেয়ে ৪৫ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১৬ হাজার ১০১ দশমিক ৭ পয়েন্ট হয়েছে।
×