ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালেও উপচে পড়া ভিড় করদাতাদের

প্রকাশিত: ০৬:৪২, ১৮ নভেম্বর ২০১৮

বরিশালেও উপচে পড়া ভিড় করদাতাদের

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়কর মেলার চতুর্থ দিন শনিবার দুপুরে করদাতা ও রিটার্ন দাখিলকারীদের অংশগ্রহণে মেলাস্থল উৎসব মেলায় পরিণত হয়েছে। বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ জানান, গতবারের চেয়ে এবার আয়কর দাতারা অনেক সচেতন হয়েছেন। তাই প্রথম চারদিনে মেলায় দুই কোটি ৯০ লাখ ৩৩ হাজার ৩৮২ টাকার কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন সাত হাজার তিন শ’ ৫৬ জন করদাতা। নতুন ই-টিআইএন’র মাধ্যমে করদাতা হয়েছেন তিন শ’ ৬৯ জন। এছাড়াও ৫৫ হাজার আট শ’ ৪৯ জনকে সেবা প্রদান করা হয়েছে। কর কমিশনার মকবুল হোসেন পাইক জানান, মেলায় করদাতাদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন করদাতা সৃষ্টি হওয়ার পাশাপাশি রিটার্ন জমা দেয়ার জন্য পুরাতন করদাতাদের ভিড় বাড়ছে। বগুড়ায় ৭ কোটি টাকার রাজস্ব আদায় স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া কর অঞ্চলে এ বছর আয়কর মেলায় রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ১৬ লাখ ৫ হাজার টাকা। যা গত মেলায় আদায়ের চেয়ে প্রায় আড়াই কোটি টাকা বেশি। বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা নিয়ে গঠিত বগুড়া কর অঞ্চলের আয়োজনে চার দিনের আয়কর মেলা বগুড়া বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে শুরু হয় ১৩ নবেম্বর। ১৬ নবেম্বর শুক্রবার বিকেল পর্যন্ত মেলায় রাজস্ব আদায় হয় ৭ কোটি ১৬ লাখ ৫ হাজার টাকা। গত বছর একই সময়ের মেলায় রাজস্ব আদায় হয়েছিল ৪ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা। এ বছরের মেলায় রিটার্ন দাখিলের সংখ্যাও বেড়েছে। গত বছর রিটার্ন দালিল করে ৭ হাজার ৪শ’ ৪৩ জন। এ বছর রিটার্ন দাখিল করেন ১১ হাজারেরও বেশি। সেবা গ্রহণকারীর সংখ্যাও ছিল বেশি।
×