ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসার ক্ষেত্রে বড় ঝুঁকি হয়ে উঠছে সাইবার হামলা

প্রকাশিত: ০৬:৪৩, ১৮ নভেম্বর ২০১৮

ব্যবসার ক্ষেত্রে বড় ঝুঁকি হয়ে উঠছে সাইবার হামলা

এশিয়া, ইউরোপ, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও উত্তর আমেরিকায় ব্যবসার ক্ষেত্রে বড় ঝুঁকি হয়ে উঠছে সাইবার হামলা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিজিওনাল রিস্কস ফর ডুয়িং বিজনেস শীর্ষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, ডব্লিউইএফের আঞ্চলিক ঝুঁকি প্রতিবেদনের আওতায় আটটি অঞ্চলের ঝুঁকি সংবেদনশীলতার ক্ষেত্রে ভিন্নতা দেখা গেছে। যেসব বাজারের বৈশ্বিক জিডিপির ৫০ শতাংশের বেশি অবদান রয়েছে, সেগুলোতে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকির তালিকায় ১ নম্বরে রয়েছে সাইবার হামলা। এই প্রতিবেদন পকাশের পরই ব্যবসায় টিকে থাকা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। -অর্থনৈতিক রিপোর্টার
×