ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আয়কর মেলার পাঁচ দিনে দেড় হাজার কোটি টাকার রাজস্ব আদায়

প্রকাশিত: ০৬:৪৬, ১৮ নভেম্বর ২০১৮

আয়কর মেলার পাঁচ দিনে দেড় হাজার কোটি টাকার রাজস্ব আদায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ আয়কর মেলার মাধ্যমে পাঁচ দিনে দেড় হাজার কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সাপ্তাহিক ছুটি থাকায় শনিবারও রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব চত্বর করদাতাদের ভিড়ে মুখরিত ছিল। আয়কর রিটার্ন দাখির করার পাশাপাশি এদিন উল্লেখযোগ্য সংখ্যক তরুণ-তরুণী ইটিআইএন সংগ্রহ করেছেন। এছাড়া সারাদেশে আয়কর আদায় ২৯০ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭০৮ টাকা। ঢাকার মতো দেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরগুলোর মেলাতেও করদাতের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে ছুটি থাকায় শনিবার সকাল থেকেই মেলা প্রাঙ্গণে করদাতাদের ভিড় বাড়তে থাকে। এদিন দেশের ৮টি বিভাগ, ৫২টি জেলা এবং ১৩টি উপজেলাসহ মোট ৭৩টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। পেশাজীবী, চাকরিজীবী, তরুণ করদাতা, নারী করদাতা, অনলাইন রিটার্ন দাখিল বুথে করদাতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ৮১ হাজার ৫৯৯ জন রিটার্ন দাখিল করেছে এবং সারাদেশে ইটিআইএন নিয়েছে ৫ হাজার ৪৮৮ জন। এছাড়া সেবা নিয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৯১৭ জন। অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে সকালে করমেলা শুরু হয়। এই কার্যক্রম উদ্বোধন করেন আয়কর মেলা-২০১৮ এর সমন্বয়ক ও এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপক জিয়া উদ্দিন মাহমুদ। ওই সময় তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে ডিজিটাল কার্যক্রম চালুর মাধ্যমে এনবিআর এগিয়ে চলছে। তারই অংশ হিসেবে অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ভবিষ্যতে অনলাইনেই কর সংক্রান্ত সব ধরনের সেবা পাওয়া যাবে। এতে হয়রানি অনেকাংশে কমবে, করদাতাদের সচেতনতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে কর একাডেমির মহাপরিচালকসহ কর বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর সচেতনতা বাড়াতে প্রতিদিনের মতো এদিনও অনুষ্ঠিত হয়েছে কর শিক্ষণ ফোরাম। এতে নটরডেম কলেজের ৪০ শিক্ষার্থী অংশ নেয়।
×