ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে সেমিনার

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ নভেম্বর ২০১৮

বিএসএমএমইউতে সেমিনার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডাঃ মিল্টন হলে শনিবার বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের উদ্যোগে ওয়ার্ল্ড এন্টিবায়োটিক এ্যাওয়ারনেস উইক উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম, সাবেক উপ-উপাচার্য ও মাইক্রোবায়োলজি এ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন মিয়া, মাইক্রোবায়োলজি এ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আহমেদ আবু সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সান্যা তাহমিনা আরিফ খান। -বিজ্ঞপ্তি
×