ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জড়িতদের বহিষ্কারের নির্দেশ

টেঁটাযুদ্ধে নিহত ৩ জনের দায় আওয়ামী লীগ নেবে না

প্রকাশিত: ০৬:৪৮, ১৮ নভেম্বর ২০১৮

টেঁটাযুদ্ধে নিহত ৩ জনের দায় আওয়ামী লীগ নেবে না

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ও নিলক্ষায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কোন সংশ্লিষ্টতা নেই। ব্যক্তিগত দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক) এই দাবি করেন। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বলেন, বর্বরতম সংঘর্ষ ও হতাহতের দায় আওয়ামী লীগের নয়। এই দায় আওয়ামী লীগ নেবেন না। শুধুমাত্র স্থানীয় নেতাকর্মীদের ব্যাক্তিগত স্বার্থ হাসিলের জন্য বার বার এই সংঘর্ষের ঘটনা ঘটছে। তবে আর কোন ছাড় দেয়া হবে না। যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে বাড়িÑঘরে হামালা পাল্টা হামলা ও টেঁটা যুদ্ধের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে দল থেকে বহিষ্কারসহ দলীয় ব্যবস্থা নেয়া হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফর আলী ভূইয়া, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
×