ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘নৌকার বিজয় মানে নারীর অধিকার প্রতিষ্ঠার বিজয়’

প্রকাশিত: ০৬:৪৯, ১৮ নভেম্বর ২০১৮

‘নৌকার বিজয় মানে নারীর অধিকার প্রতিষ্ঠার বিজয়’

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের কর্মিসভা শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেছেন, গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের কোন দেশে এত কম সময়ে যা কেউ করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য মাতৃত্বকালীন ভাতা, বৃদ্ধা ও বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ছুটি, মেয়েদের শিক্ষিত করতে উপবৃত্তির ব্যবস্থা, স্বামী পরিত্যক্তা ভাতা এবং চাকরিসহ সমাজের বিভিন্ন স্থানে নারীর ৩৩ শতাংশ অংশগ্রহণের ব্যবস্থা করেছেন। নারীরা আর অবলা নয়, তারা সমাজে নিজেদের মর্যাদায় নিজেরাই বলীয়ান। নারীদের এই মর্যাদার উন্নয়নের চিত্র প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটি নারীকে সুন্দর করে বোঝাতে হবে। নারীদের মর্যাদার আসনে রেখে তাদের ভোট সংগ্রহ করে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এবারের নৌকার বিজয় মানে নারীর বিজয়, নৌকার বিজয় মানে নারীর অধিকার প্রতিষ্ঠার বিজয়। একথা নারী সমাজে ভালভাবে বোঝাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা রুনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ তালুকদার আবদুল খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ মিজানুর রহমান মিজান এমপি, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েলের সহধর্মিণী সাহানা ইয়াসমিন শম্পা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ জুয়েলের বোন তাহমিনা শেখ মিনা, শেখ শহীদের সহধর্মিণী রুনা আবদুল্লাহ সেরনিয়াবাত, মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগ।
×