ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসির নির্বাচন পরিচালনা হবে পক্ষপাতহীন ॥ পূর্তমন্ত্রী

প্রকাশিত: ০৬:৫০, ১৮ নভেম্বর ২০১৮

ইসির নির্বাচন পরিচালনা হবে পক্ষপাতহীন ॥ পূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আসন্ন সংসদ নির্বাচন পক্ষপাতহীনভাবে পরিচালনা করবে ইসি (ইলেকশন কমিশন)। তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে আরও বহু প্রকল্প বাস্তবায়নের আওতায় রয়েছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুর ভাষণ ও পাক বাহিনীর আত্মসমর্পণের স্থান সংরক্ষণ করে রমনা পার্কের আধুনিকায়নে ৩শ’ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের নির্মিত দুটি ফ্লোরের নির্মাণ ও সৌন্দর্যকরণ কাজের উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন। চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অনেক সুন্দর এ শহর। সাগর, পাহাড়, নদী, সমতলের সমন্বয়ে এমন শহর পৃথিবীতে খুব কমই আছে। নগরীর আগ্রাবাদে ২২ কোটি টাকা ব্যয়ে জাম্বুরী পার্ক নির্মাণ করে ২২ লাখ মানুষের উপহার হয়েছে বলে তিনি দাবি করেন। মামলার কারণে জাতিসংঘ পার্ক হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, হালিশহরে একটি পার্ক করা হয়েছে। নগরীর ডিসি হিলকে জাম্বুরী পার্কের চেয়েও সুন্দর করা হবে। তিনি বলেন, চট্টগ্রামে টানেল হচ্ছে। মীসরাইতে অর্থনৈতিক অঞ্চলসহ বহু মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এ অর্থনৈতিক অঞ্চলে সিঙ্গাপুর, সৌদি আরবসহ বহু দেশ জমি নিয়েছে। নগরীর হালিশহরে একটি সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকায়, ‘হাসিনা : অ্যা ডটার’স টেলস’ ডকুফিল্মটি দেখেছেন বলে তিনি উল্লেখ করে বলেন, চট্টগ্রামে ভাল সিনেমা হল নেই। তাই হালিশহরে আধুনিক একটি সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রেসক্লাব সভাপতি করিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহসভাপতি আবুল মনসুর, সাধারণ সম্পাদক শুকলার দাশ, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে সভাপতি নাজিমুদ্দিন শ্যামল প্রমুখ। পরে মন্ত্রী ক্লাবের ৫ম তলায় একটি কক্ষ ঘুরে দেখেন।
×