ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার আলোচনা সভা

প্রকাশিত: ০৬:৫১, ১৮ নভেম্বর ২০১৮

মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার আলোচনা সভা

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা এমএ খালেকের সভাপতিত্বে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘মুক্তিযোদ্ধা ও মানবাধিকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা আঃ অহিদ, কবি মোঃ আব্দুল খালেক। বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আলহাজ মোঃ শামসুল হক, ভাইস চেয়ারম্যান রুবিনা পারভীন বেবী, অর্থসচিব বেবী নাজনীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান। সভা সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব কাজি এম রহমান জীবন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং প্রধান নির্বাচন কমিশনার ইচ্ছা করলে সকলের অংশগ্রহণে বাংলার জনগণকে একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন। সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, সকলের অংশগ্রহণে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ ভোট প্রয়োগ শেষে যেন নিরাপদে-নির্বিঘেœ নিজ বাড়িতে পৌঁছতে পারে এবং অতীতের মতো একটি মহল যে অগ্নিসন্ত্রাসের তা-বলীলা চালিয়েছিল তার পুনরাবৃত্তি ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য আইন প্রয়োগকারী সংস্থা যেন সজাগ দৃষ্টি রাখে। -বিজ্ঞপ্তি।
×