ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৬:৫৩, ১৮ নভেম্বর ২০১৮

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলার পশ্চিম বাড়ৈখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১০ মামলার সাজাপ্রাপ্ত আসামি মাদক বিক্রেতা মোহাম্মদ তাজেল (৩৬) নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতের এ ঘটনায় আহত পুলিশের এএসআই কাউসার, কনস্টেবল শহিদুল ও সজল খানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি একনালা বন্দুক, তিনটি পিস্তলের গুলি, ১০১ ইয়াবা ও কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালের মর্গে রাখা হয়েছে। শ্রীনগর থানা পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে যশোরের মনিরামপুর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১০টি ওয়ারেন্ট পেন্ডিং ছিল। এর মধ্যে একটি ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা ছিল। ওসি আরও জানান, পরে তার দেয়া তথ্য মোতাবেক অস্ত্র উদ্ধারে মদনখালী যাওয়ার পথে উক্ত স্থানে রাত সোয়া ১টায় তার সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এই সময় তাজেল পালিয়ে যায়। গোলাগুলির পর ঘটনাস্থলে তার রক্তাক্ত দেহ পড়ে থাকে। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক মৃত তাকে ঘোষণা করে। তাজেল শ্রীনগর উপজেলার বাঘড়ার রুদ্রপাড়া গ্রামের দ্বীন ইসলাম খোরশেদ ওরফে ইউনুস শেখের পুত্র। নরসিংদীতে সংঘর্ষের ঘটনায় ২ মামলা ॥ আটক ১৩ স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ মেঘনা নদী বেষ্টিত রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা বাঁশগাড়ী ও নিলক্ষায় আধিপত্য নিয়ে পৃথক সংঘর্ষের ঘটনায় অস্ত্র আইনে রায়পুরা থানায় ২ টি মামলা দায়ের হয়েছ্ ে। রায়পুরা থানার উপপরিদর্শক রাফিউল করিম বাদী হয়ে শুক্রবার রাতে অস্ত্র আইনে ২ টি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ১৩ জনকে আটক ও ৯ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রায়পুরা থানার ওসি মহসিন উল কাদির জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ীতে হাফিজুর রহমান শাহেদ সরকারের সমর্থক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত সিরাজুল হক সরকারের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সাহেদ সরকারের সমর্থকরা দীর্ঘদিন যাবত গ্রাম ছাড়া অবস্থায় দিন পার করে। এর আগে বিরোধের জের ধরে দু’পক্ষের হামলা, পাল্টাহামলায় চেয়ারম্যান সিরাজুল হকসহ একাধিক নিহতের ঘটনা ঘটেছে।
×