ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুর-৪ ॥ উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন এমপি মামুন

প্রকাশিত: ০৬:৫৬, ১৮ নভেম্বর ২০১৮

লক্ষ্মীপুর-৪ ॥ উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন এমপি মামুন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৭ নবেম্বর ॥ মেঘনাপারের জনপদ লক্ষ্মীপুর-৪ রামগতি ও কমলনগর উপজেলার ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ হাতছাড়া করতে চাচ্ছে না। এ অবস্থায় দিন দিন ভোটের মাঠ হচ্ছে সরব। হাটবাজার, মাঠঘাটে এখন শুধু আলোচনা-সমালোচনা জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে মাঠ পর্যায়ে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের দৌড়ঝাঁপ আরও বেড়েছে। কেন্দ্র পর্যন্ত চলছে তদ্বির এবং লবিং দলীয় মনোনয়ন প্রত্যাশীদের। সার্বিক বিবেচনায় সবদিক থেকে প্রচার, গণসংযোগ, সকল শ্রেণী-পেশা মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এগিয়ে গেছেন বর্তমান সংসদ সদস্য মোঃ আবদুল্লাহ (আল মামুন)। নৌকার প্রতীকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য তিনি মানুষের মন জয়ে গণসংযোগ, সভা-সমাবেশ, সামাজিক কর্মকা-ে অংশগ্রহণ, দান-অনুদান, উপহার সামগ্রী বিতরণ করছেন। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অবহেলিত জনপদের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং আইনশৃঙ্খলা উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। সকল শ্রেণী-পেশা এবং হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষের সঙ্গে সভা -সমাবেশ করছেন তিনি। সর্বোপরি সকল গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রক্ষা করার চেষ্টা অব্যাহত রেখেছেন। সংসদীয় আসন ওই উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়সহ বিভিন্ন এলাকায় ভোটারের সঙ্গে উঠান বৈঠক, পথসভা ও জনসংযোগ এবং নারী সমাবেশ করছেন। নৌকার পক্ষে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকা-ের চিত্র তুলে ধরছেন ভোটারদের কাছে। তাদের কাছে সরকারের সফলতার উন্নয়ন কর্মকা-ের লিফলেট বিতরণ করছেন। নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে মাঠ পর্যায়ে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের দৌড়ঝাঁপ এবং তৎপরতা বেড়েছে। কেন্দ্র পর্যন্ত লবিং চলছে দলীয় মনোনয়নের প্রত্যাশায়। এর মধ্যে আ’লীগ থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লা আল মামুনসহ ১২জন। বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডি প্রার্থী নির্বাচনী মাঠে যোগাযোগ রক্ষা করে চলেছেন। বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা সামাজিক কর্মকা-ে অংশগ্রহণ বাড়িয়ে দিয়েছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করে দলীয় কার্যালয়ে জমা করেছেন তাদের মধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য মোঃ আবদুল্লাহ (আল মামুন), কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, জেলা আ’লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজভীরুল হক অনু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শামছুল কবির ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সহসম্পাদক মোহাম্মদ আবদুজ্জাহের সাজুসহ ১২ জন। অপরদিকে ২০০৮ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী ফরিদুন্নাহার লাইলী সংরক্ষিত এ আসনের সাবেক এমপি ছিলেন। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে দলীয় বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়ে সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকা-ের কথা ভোটারদের কাছে তুলে ধরছেন। আওয়ামী লীগ থেকে অপর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগ নেতা তাজভীরুল হক অনু বলেন, রামগতি-কমলনগরকে রক্ষা করতে সরকার ২৬০ কোটি টাকা বরাদ্দে কাজ করিয়ে হাজার হাজার গৃহহীন মানুষ ও কয়েক শ’ কোটি টাকার সম্পদ রক্ষা করেছে। এজন্য জনগণ আজীবন শেখ হাসিনাকে মনে রাখবে। আমি এ আসনের মানুষের পাশে সব সময় থাকতে চাই। নেত্রী যাকে মনোনয়ন দেয়,তার হয়ে কাজ করব। মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আবদুজ্জাহের সাজু বলেন, ছাত্রজীবন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের সকল আন্দোলন-সংগ্রামে ছিলাম। নদী ভাঙ্গন রোধসহ মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডি প্রধান আ স ম আবদুর রব বলেন, আমি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাই। এমন নির্বাচন চাই যেখানে সবার অংশগ্রহণের সুযোগ থাকবে। রক্তারক্তি আর খুনোখুনি হবে না।
×