ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩১

প্রকাশিত: ০৬:৫৮, ১৮ নভেম্বর ২০১৮

পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩১

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ নবেম্বর ॥ অর্থনৈতিক বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ এবং দক্ষিণের ভিআইপি সংসদীয় আসন হিসেবে এখন পরিচিত ১১৪ পটুয়াখালী-৪। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিক নির্দেশনায় বর্তমান এমপির হাত ধরেই এখানে চলছে দেশের বিস্ময়কর উন্নয়নÑ এমন দাবি আওয়ামী লীগের তৃণমূলের অধিকাংশ নেতাকর্মীর। ১০ বছরে বদলে গেছে এ জনপদের চেহারা। সাগরপারের এ জনপদের এক সময়ের ফেলনা প্রতিটি বালুকনা এখন পরিণত হয়েছে সোনায়। বনে গেছেন অসংখ্য কোটিপতি। আর এ কারণেই কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার ১৭টি ইউনিয়ন এবং কলাপাড়া উপজেলার দুটি পৌরসভা একটি পুলিশি থানায় একাদশ জাতীয় নির্বাচনের দামামা চলছে। পোস্টার আর ব্যানারে ছেঁয়ে গেছে মহাসড়কসহ রাস্তাঘাট পর্যন্ত। বাদ পড়েনি দুর্গম জনপদ পর্যন্ত। স্বাভাবিক কারণেই মর্যাদাপূর্ণ আর লাখ কোটি টাকার উন্নয়ন কর্মযজ্ঞের এই আসনে এবারে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। সরকারী দল আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশী রয়েছেন ৩১ জন। মনোনয়নপ্রত্যাশী অনেককে এলাকার মানুষ কখনও দেখেননি এমনও কেউ কেউ রয়েছেন। এলাকার বাইরের নেতারাও এ আসনের এমপি হওয়ার দৌড়ে নেমেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানান মুখরোচক লেখা সংবলিত পোস্ট দেখা যাচ্ছে। বিএনপিতেও রয়েছে এ আসনের মনোনয়নপ্রত্যাশী পাঁচ জন। জাতীয় পার্টি থেকে রয়েছেন মহসচিব রুহুল হাওলাদার এমপিসহ চারজন। জাসদ (ইনু) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রয়েছেন একজন করে সম্ভাব্য প্রার্থী। ইতোমধ্যে কলাপাড়া নির্বাচন অফিস থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আব্দুল্লাহ আল-ইসলাম লিটন ও ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখন যার যার ভক্ত সমর্থক কিংবা দলের অনুসারীরা তীর্থের কাকের মতো চেয়ে আছেন কেন্দ্রের দিকে। মোট মনোনয়নপ্রত্যাশী ৪০ জন। মর্যাদাপূর্ণ এ আসনে টানা ১৫ বছর দলের এমপি ছিলেন আওয়ামী লীগের মাহবুবুর রহমান।
×