ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাঙ্গুনিয়ায় নির্বাচনী মাঠে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৭:০১, ১৮ নভেম্বর ২০১৮

রাঙ্গুনিয়ায় নির্বাচনী মাঠে আওয়ামী লীগ

পান্থনিবাস বড়ুয়া, রাঙ্গুনিয়া, ১৭ নবেম্বর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাঙ্গুনিয়া আওয়ামী লীগের ব্যাপক কর্ম তৎপরতা চলছে। কর্মী সম্মেলন, সেন্টার কমিটি গঠন, উঠান বৈঠক, গণসংযোগ ইত্যাদি কর্মকা-ে দলের বিজয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পাড়া মহল্লা কমিটি গঠন করা হয়েছে প্রতিটি ইউনিয়নে। উঠান বৈঠক চলছে পাড়া মহল্লায়। গত ১০ বছরে এলাকার উন্নয়ন এবং মানুষের কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দেয়াসহ সার্বিক ক্ষেত্রে মানুষের জীবন মানের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের ভূমিকা তুলে ধরে গুণগান করা হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করার জন্য মাঠে নেমেছে দলের নেতাকর্মীরা। এবারের নির্বাচনে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া (রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালীর শ্রীপুর-খরন্দীপ ইউনিয়ন) আসনে ৪ জন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগে মনোনয়ন জমা করেছে। এদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, চট্টগ্রাম বিএমএ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাক্তার ফয়সল ইকবাল চৌধুরী। চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার ওসমান গণি চৌধুরী ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ডেন্টিস্ট মোহাম্মদ ইউনুছ। ২০০৮ সালের নির্বাচনে হেভিওয়েট প্রার্থী সালাহউদ্দিন কাদের চৌধুরীকে হারিয়ে বিএনপির দুর্গে আঘাত হানেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। বিপুল ভোটে জয়লাভ করে তিনি ওই মেয়াদে বন ও পরিবেশমন্ত্রী হন। ২০১৪ সালে হাছান মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সে সুবাধে তিনি বর্তমানে ওই আসনের এমপি। বর্তমানে এ আসনে আ’লীগের প্রভাবশালী এ নেতার একক আধিপত্য রয়েছে। গত ১০ বছরে রাঙ্গুনিয়ার সর্ব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন তাকে যোগ্যতার আসনে বিবেচনা করে এলাকার মানুষ।
×