ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আসছে ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’

প্রকাশিত: ০৭:২২, ১৮ নভেম্বর ২০১৮

আসছে ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’

সংস্কৃতি ডেস্ক ॥ ভাষা আন্দোলনের ওপর নির্মিত তৌকির আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ আগামী ৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে। এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন নুশরাত ইমরোজ তিশা এবং সিয়াম আহমেদ। চলচ্চিত্রে নাসির চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও দীপ্তি চরিত্রে অভিনয় করেছেন তিশা। পাকিস্তানী পুলিশ কর্মকর্তা জামশেদ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের শক্তিমান অভিনেতা ইয়াশপাল শর্মা। ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রের প্রথম পোস্টারে পঞ্চাশের দশকের সাজসজ্জায় হাজির হয়েছিলেন তিশা ও সিয়াম আহমেদ। পরিচালক তৌকির আহমেদ জানান, চলচ্চিত্রের গল্প ১৯৫২ সাল আর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’।এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হোসেন, আজাদ সেতু, আবদুর রহিম, হাসান আহমেদ প্রমুখ।
×