ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলিকে সামলাতে ডু প্লেসির পরামর্শ

প্রকাশিত: ১৯:১৭, ১৮ নভেম্বর ২০১৮

কোহলিকে সামলাতে ডু প্লেসির পরামর্শ

অনলাইন ডেস্ক ॥ বিরাট কোহলিকে সংযত রাখতে হলে তার প্রতি নিষ্পৃহ মনোভাব দেখাতে হবে। না হলেই সর্বনাশ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি এমন পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়াকে। দক্ষিণ আফ্রিকাও একই প্রক্রিয়া অবলম্বন করেছিল কোহলির বিরুদ্ধে। সেই অস্ত্রই অজিদের জানিয়ে দিলেন প্রোটিয়া অধিনায়ক। চলতি বছরের গোড়ায় দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারত। তিন টেস্টের সিরিজে ভারত ১-২ হার মেনেছিল দক্ষিণ আফ্রিকার কাছে। ভারত হেরে গেলেও বিরাট কোহলির ব্যাট থামেনি। তিনটি টেস্টে ২৮৬ রান করেছিলেন ভারত অধিনায়ক। চলতি বছরে স্বপ্নের ফর্মে রয়েছেন কোহলি। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি অন্য রূপেই ধরা দিতেই পারেন। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের মতে, কোহলির বিরুদ্ধে মুখোমুখি সংঘর্ষে যাওয়াটাই ঠিক নয়। কেউ স্লেজিং করুক প্রথমে, লড়াইয়ে এগিয়ে আসুক, এমনটাই চায় কোহলি। আর এরকম ক্রিকেটারদের সঙ্গে সংঘাতে যাওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। এমনটাই মনে করেন ডু প্লেসি। ডু প্লেসির এই পরামর্শ অজিরা গ্রহণ করবেন কিনা জানা নেই। তবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা কিন্তু বিরাট কোহলিকে সামলানোর উপায় জানিয়ে দিল। যার ফলে ধরে নেওয়া যায়, শুরুর আগেই জমে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।
×