ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাসপাতালে চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন

প্রকাশিত: ২৩:১৭, ১৮ নভেম্বর ২০১৮

হাসপাতালে চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন

অনলাইন রিপোর্টার ॥ হঠাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব ও নির্মাতা আমজাদ হোসেন। আজ রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার পারিবারিক সূত্রে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা চলছে বলে জানা গেছে। চলতি বছরই অসুস্থ হয়ে থাইল্যান্ডের সুকুমভিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমজাদ হোসেন। সেখানে তার ক্ষুদ্রান্ত্রে দু’টি সফল অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে এসেছিলেন। ৭৬ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব বহুমুখী প্রতিভাধর একজন মানুষ। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে সফলতা পেয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নির্মাণ করেছেন ‘সুন্দরী’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’র মতো কালজয়ী সিনেমা।
×