ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘শিল্পীমন কখনো অসৎ হয় না’

প্রকাশিত: ০০:১৬, ১৮ নভেম্বর ২০১৮

‘শিল্পীমন কখনো অসৎ হয় না’

অনলাইন রিপোর্টার ॥ খালেদা জিয়ার মুক্তি ও গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপিপন্থী তারকা শিল্পীরা। তাদের মতে শিল্পীমন কখনো অসৎ হয় না। তাই তারকা শিল্পীদের মধ্যে যারা মনোনয়ন প্রত্যাশী; দল যেনো গুরুত্ব সাথে নিয়ে জনসেবা নয় মানবতার সেবা করার সুযোগ করে দেয়। রবিবার (১৮ নবেম্বর) গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার দিতে আসা শিল্পীরা এসব কথা বলেন। সিরাজগঞ্জ -১আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাপা। তিনি বলেন, শিল্পীমন কখনো অসৎ হয় না। আমি আমার কথা যদি বলি, পেশাধার জীবনের ৩৪ বছরে কখনো কোন অসৎ কাজ আমি করতে পারিনি। আমার বিবেক তা করতে দেয় না। আমাদের শিল্পী জীবনে অসৎ কিছু করার সুযোগ নাই। তাছাড়া আমার কোন অভ্যাসও নাই পরিবারগত ভাবে ও শিক্ষাগতভাবে। ইনশাল্লাহ বাকি জীবন আমি কোন অসৎ কাজ করবো না। কনকচাপা বলেন, আমার রাজনীতিতে আসার একটায় কারণ, আমি মানুষের সেবাই থাকতে চাই, জনসেবা নয় মানবতার সেবা করতে চাই। তিনি বলেন, আমাদের দেশের বরেণ্য রাজনীতিবিদরা জ্ঞ্যান, বুদ্ধি, প্রজ্ঞা, অনেক এগিয়ে। কিন্তু আমরা যারা শিল্পী তাদের সাধারণ মানুষের সাথে মেলামেশা, তাদের সামনে যাওয়া, মন জয় করাই তো আমাদের কাজ। তাছাড়া আমি যদি মানুষের মন জয় করতে চাই, সেখানে রাজনীতির মাঠ খুবেই গুরুত্বপূর্ণ, রাজনীতির মাঠ থেকে আপামর জনগণের সেবা করা যায়। নীলফামারী -৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বেবি নাজনীন বলেন, দীর্ঘদিন ধরেই দলের জন্য কাজ করছি। মানুষের জন্য কাজ করছি। দেশে এখন গনতন্ত্র নেই। এই গনতন্ত্রের জন্য আমাদের আন্দোলন চলছে। আমাদের নেত্রী খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়া। তিনি বলেন, দল যাকেই মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করবো। অনেক তারকা শিল্পী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র নিয়েছে যার যে ইচ্ছা সে ইচ্ছামত ও নিজ পছন্দমত দল বা রাজনীতি করবে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে সবাইকে মোস্ট ওয়েলকাম। এর আগে রংপুর পঞ্চগড় -১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দিয়ে শুরু হয়েছে বিএনপির সাক্ষাতকার। ভিডিও কনফারেন্সে মাধ্যমে মনোনয়ন বোর্ডে প্রত্যাশীদের সাথে সাক্ষাৎকারে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
×