ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দ্রুত আসন বন্টনের জন্য বৈঠকের সময় চেয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

প্রকাশিত: ০১:০০, ১৮ নভেম্বর ২০১৮

দ্রুত আসন বন্টনের জন্য বৈঠকের সময় চেয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সঙ্গে আসন বন্টনের জন্য বৈঠকের সময় চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাস ভবন গণভবনে এরশাদের পক্ষে চিঠি নিয়ে যান জাপা প্রেসিডিয়াম সদস্য শুনিল শুভ রায়। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে চিঠি দেয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, চিঠিতে বৈঠকের দিন তারিখ উল্লেখ করা হয়নি। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে বৈঠকের সময় দিলে সেখানে অংশ নেবেন এরশাদ। চিঠিতে বলা হয়, নির্বাচন আসন্ন। ইতোমধ্যে মনোনয়ন বিক্রি প্রায় শেষ পর্যায়ে। তাই দ্রুত সময়ের মধ্যে মহাজোটের আসন বন্টন জরুরী। এরশাদের প্রেস সচিব শুনিল শুভ রায় রাতে জনকণ্ঠকে বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আসন বন্টনের জন্য আমাদের দলের চেয়ারম্যান মহাজোট নেত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় চেয়ে চিঠি দিয়েছেন। সন্ধ্যায় আমি চিঠিটি গণভবনে পৌঁছে দিয়েছি। তিনি বলেন, আমাদের দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার পর্বের পর হয়ত প্রধানমন্ত্রী সঙ্গে জাপা চেয়ারম্যানের বৈঠক হতে পারে।
×