ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন ঘর ও জীবিকার অবলম্বন পেলেন দুই নারী ভিক্ষুক

প্রকাশিত: ০১:০১, ১৮ নভেম্বর ২০১৮

নতুন ঘর ও জীবিকার অবলম্বন পেলেন দুই নারী ভিক্ষুক

নিজস্ব সংবাদাতা, নেত্রকোনা ॥ স্বামী মারা যাওয়ার পর থেকে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন আয়শা বেগম (৪৭)। থাকতের অন্যের আশ্রয়ে। রবিবার সদর উপজেলার মোবারকপুর গ্রামের এ অসহায় নারীর প্রায় ২০ বছরের ভিক্ষুক জীবনের অবসান ঘটেছে। ওইদিন দুপুরে নতুন টিনশেড ঘরে উঠেছেন তিনি। পাশাপাশি শুরু করেছেন ফেরি ব্যবসা ও কবুতর পালন। স্থানীয় বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও পিকেএসএফ’র যৌথ উদ্যোগে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির ‘ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে’র উদ্যোগে তাকে এসব সহায়তা দেয়া হয়। স্বাবলম্বী’র নির্বাহী পরিচালক বেগম রোকেয়া রবিবার অনানুষ্ঠানিকভাবে আয়শা বেগমের হাতে ঘরের চাবি, কবতুর, কবুতরের খাঁচা এবং ফেরি ব্যবসার সরঞ্জাম তুলে দেন। বেগম রোকেয়া জানান, আয়শা বেগমকে প্রায় ৭৫ হাজার টাকার সহায়তা দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে ঘর বাবদ ৬৮ হাজার টাকা, ফেরি ব্যবসার সরঞ্জাম বাবদ ২ হাজার ৫শ টাকা এবং কবুতর ও খাঁচা বাবদ ২ হাজার টাকা। এছাড়া ব্যবসার লভ্যাংশ না পাওয়া পর্যন্ত কিছুদিনের খাবার বাবদ তাকে অতিরিক্ত আরো ২ হাজার টাকা দেয়া হয়। ঘরের জায়গাটি দেন আয়শার বোন খোদেজা খাতুন। এছাড়াও ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের উদ্যোগে একই দিন সদর উপজেলার পাঁচাশী গ্রামের জরিনা খাতুন (৪৫) নামের অপর এক অসহায় নারীর হাতে ৩২ হাজার টাকা দামের একটি ষাঁড় গরু এবং ২ হাজার টাকা দামের কবুতর ও খাঁচা হস্তান্তর করা হয়েছে। প্রায় ১২-১৩ বছর আগে জরিনা খাতুনের স্বামী আব্দ্রুর হেকিম মারা যান। তিন সন্তানকে নিয়ে তিনিও ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। স্বাবলম্বী’র নির্বাহী পরিচালক বেগম রোকেয়া আরও জানান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে সিংহের বাংলা ইউনিয়নের ওই এলাকার প্রবীণ, যুবক এবং কিশোর-কিশোরদের জীবন-মান উন্নয়নেও নানামুখি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
×