ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বিলবোর্ড ব্যানার ও ফেস্টুন অপসারণ

প্রকাশিত: ০১:৩২, ১৮ নভেম্বর ২০১৮

টাঙ্গাইলে বিলবোর্ড ব্যানার ও ফেস্টুন অপসারণ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে টাঙানো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিলবোর্ড, সাইন বোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। রবিবার সকালে টাঙ্গাইল-৫ আসনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুখময় সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের গুরত্বপূর্ণ পয়েন্ট ও অলিগলির বিলবোর্ড, সাইন বোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ি টাঙ্গাইলের বিলবোর্ড, সাইন বোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হচ্ছে। এ ধরনের অভিযান সর্বত্র পর্যায়েও করা হবে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
×