ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নান্দাইলে দিনমজুরকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০১:৪২, ১৮ নভেম্বর ২০১৮

নান্দাইলে দিনমজুরকে পিটিয়ে হত্যা

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ উপজেলার জাহাঙ্গিরপুর ইউনিয়নে পাওনাদারের হাত থেকে বড় ভাই রতন মিয়াকে বাচাতে এসে দিনমজুর হিরণ মিয়া (৩৩) পাওনাদার দ্বারা পিটুনির স্বীকার হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপালে নেওয়া হয়। রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিহত হন। নিহত হিরণ মিয়া জোয়াল ভাঙ্গা গ্রামের আব্দুল মোতালেবের পুত্র। জানা গেছে, রতন মিয়া পেশায় একজন ঘর মেরামতকারী (মিস্ত্রি)। শুক্রবার জাহাঙ্গিরপুর ইউনিয়নের বারঘড়িয়া এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার পুত্র বাবুল মিয়া তাঁর কাছে ১৫শত টাকা পান বলে দাবি করে। এসময় রতন বাবুলকে খাতা দেখাতে বলে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বাজারে ফেলে রতনকে মারধর শুরু করে। খবর পেয়ে মারধরের হাত থেকে বড় ভাইকে বাঁচাতে ছুটে যান হিরণ মিয়া। এসময় লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে হিরণকে প্রচন্ড মারধর করে হাত-পা ভেঙে দেয়। পরে সংকটাপন্ন অবস্থায় হিরণকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রবিবার সেখানে তাঁর মৃত্যু হয়। এই বিষয়ে নিহতের ভাই রতন মিয়া জানায়, বাবুল মিয়া তাঁর সাথে মিস্ত্রির কাজ করতো। শুক্রবার রাত সাড়ে দশটারদিকে বারঘড়িয়া বাজারে গেলে টাকা পাওয়ার অজুহাতে তাকে মারধর করতে থাকে। এ অবস্থায় তাঁর ভাই এগিয়ে এলে কাদির, সাগরসহ বাবুলের সগযোগীরা তাঁর চোখের সামনেই হিরণকে পিটিয়ে নিস্তেজ করে চলে যায়।
×