ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০২:২৭, ১৮ নভেম্বর ২০১৮

‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন

অনলাইন রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানী গুলশানে লেকশোর হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই গ্রন্থের মোড়ক উন্মোচিত হল। গ্রন্থটির লেখক সাংবাদিক মাহফুজ উল্লাহ। গ্রন্থটি প্রকাশ করেছে দি ইউনিভার্সেল একাডেমি। ইংরেজিতে লেখা ৭৭১ পৃষ্ঠা এই গ্রন্থের মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা। ১৯৪৫ সালে জন্মগ্রহণকারী খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর আসিফ নজরুল, প্রফেসর লাইলা এন ইসলাম, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত আনোয়ার হাসিম, অবসরপ্রাপ্ত জজ ও কলামিস্ট ইকতেদার আহমেদ, সাংবাদিক নুরুল কবির প্রমুখ।
×