ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালের নিখোঁজ দুই স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার, আটক ২

প্রকাশিত: ০৪:১৮, ১৮ নভেম্বর ২০১৮

বরিশালের নিখোঁজ দুই স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর কাশিপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার চারদিন পর দুই স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। বরিবার দুপুরে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ কমিশনার মোঃ মোশারফ হোসেন। আটকৃতরা হলো পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের উমিতপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে মিরাজ শেখ ও একই এলাকার মৃত নান্না হাওলাদারের ছেলে রিপন হাওলাদার সুমন। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোশারফ হোসেন জানান, গত ১৪ নবেম্বর সকালে নগরী চহঠা এলাকার ১২ বছরের দুই স্কুলছাত্রী বাসা থেকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান কাশিপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে বের হয়। স্কুলের সময় শেষ হলেও তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুজি শুরু করে। পরবর্তীতে এক ছাত্রীর মা মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রী করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শনিবার রাতে ঢাকার খিলগাঁওয়ের সিপাহীবাগ টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়। পুলিশ কমিশনার আরও জানান, উদ্ধারের পর ভিকটিমক ও অপহরণকারীরা জানায়, মোবাইল ফোনের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে ওই দুই স্কুলছাত্রীর পরিচয় হয়। অপহরণকারীরা নিজেদের অবিবাহিত দাবি করে গত ১৪ নভেম্বর ওই দুই স্কুলছাত্রীদের বিদ্যালয়ের সামনে থেকে ঢাকায় নিয়ে যান। সেখান দুই স্কুলছাত্রীকে বাসাভাড়া করে রেখে শারীরিকভাবে নিগৃহীত করে। অপহরণকারীরা মোবাইল ফোনে ভিকটিমদ্বয়ের পরিবারের কাছে পাঁচ হাজার টাকাও মুক্তিপণ দাবী করে। অপহরণকারী দুজনই বিবাহিত। এদেরমধ্যে মিরাজ শেখ আগে ভ্যান চালাতেন এবং তার তিন সন্তান রয়েছে ও সুমন আগে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো। সে (সুমন) তিনি এক সন্তানের জনক। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। দ্রুত মামলার চার্জশিট দিয়ে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান পুলিশ কমিশনার। সংবাদ সম্মেলনে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×