ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষ স্নাতক তৈরিতে কাজ করছে ইউজিসি

প্রকাশিত: ০৪:৪৮, ১৯ নভেম্বর ২০১৮

 দক্ষ স্নাতক তৈরিতে কাজ করছে ইউজিসি

বিশ্বব্যাংকের প্রস্তাবিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প নিয়ে একটি মতবিনিময় সভা রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশে দক্ষ স্নাতক তৈরি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে সুশাসন প্রতিষ্ঠা এবং নারী শিক্ষার উৎকর্ষে এ প্রকল্প হাতে নিয়েছে। পাঁচ বছর মেয়াদী প্রস্তাবিত হিট প্রকল্পের ডিজাইন ২০১৯ সালের জুন মাসের মধ্যে চূড়ান্ত হবে বলে আশা করা যাচ্ছে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, ইউজিসি সচিব ড. মোঃ খালেদ, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মোঃ মোখলেছুর রহমান এবং বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট ড. ভেঙ্কাটেশ সুন্দরারামান। -বিজ্ঞপ্তি
×