ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চারদিনে সিপিবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮৮ জন

প্রকাশিত: ০৪:৪৯, ১৯ নভেম্বর ২০১৮

 চারদিনে সিপিবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮৮ জন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাস্তে মার্কার প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত মোট ৮৮ জন আবেদপত্র সংগ্রহ করেছেন। বিভিন্ন আসনের জন্য পর্যায়ক্রমে তৃণমূল থেকে মনোনয়নের জন্য সুপারিশের মাধ্যমে নাম এসেছে। রবিবার মনোনয়ন সংগ্রহের শেষ দিনে প্রার্থী হিসেবে যে সকল জেলার প্রার্থীদের নাম এসেছে, তারা হলেনÑ মোস্তফা নূরুল আমিন (সিরাজগঞ্জ-৩), সুকান্ত শফী চৌধুরী (ঢাকা-২), আবুল কালাম মোঃ মোস্তফা (রাজবাড়ী-১), দাউদ খান (রাজবাড়ী-২), হাফিজুর রহমান (ফরিদপুর-২), আতাউর রহমান কালু (ফরিদপুর-৪), আজিজুর রহমান রোকন (শরীয়তপুর-১), নিরঞ্জন দাশ খোকন (সুনামগঞ্জ-২), পীযূষ চক্রবর্তী (হবিগঞ্জ-২), ঈশা খান (ব্রাহ্মণবাড়িয়া-২), শাহীন খান (ব্রাহ্মণবাড়িয়া-৫), এ্যাড. সৈয়দ মোহাম্মদ জামাল (ব্রাহ্মণবাড়িয়া-৬), মজিবুল হক (নোয়াখালী-৩), সেহাব উদ্দিন সাইফু (চট্টগ্রাম-৮), আব্দুর নবী (চট্টগ্রাম-১৪), দিপক বড়ুয়া (কক্সবাজার-৩) প্রমুখ।
×