ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ

একদিনেই ৩০৩ রান করল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০৪:৫৬, ১৯ নভেম্বর ২০১৮

 একদিনেই ৩০৩ রান করল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটা যে কতটা কঠিন হবে বাংলাদেশের তা প্রস্তুতি ম্যাচেই বোঝা যাচ্ছে। বিসিবি একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথমদিন ছিল রবিবার। প্রথমদিনেই ৩০৩ রান করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট হারিয়ে এই রান করেছে সফরকারীরা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হচ্ছে এ প্রস্তুতি ম্যাচটি। আজই শেষ হবে ম্যাচটি। এরপর বৃহস্পতিবার থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এ টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচটিতে আলোড়নই তৈরি করলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। বাংলাদেশ বোলারদের মধ্যে অফ স্পিনার নাঈম হাসান ও পেস অলরাউন্ডার সৌম্য সরকার জাতীয় দলে আছেন। বাকিরা সুযোগ পাননি। এ দুইজনের দিকেই দৃষ্টি ছিল। এ দুইজন ভালও করেছেন। নাঈম ২ উইকেট নিয়েছেন। সৌম্য ১ উইকেট নিয়েছেন। আট বোলার বোলিং করেন। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের কোনভাবেই রুখে দেয়া যায়নি। সাই হোপতো ৮৮ রান করে স্বেচ্ছায় বসেও গেছেন। আর ব্যাট করেননি। অন্য ব্যাটসম্যানদের সুযোগ করে দিতে নিজে থেকেই আর ব্যাট করেননি। শুরুতে অবশ্য ১১ রানেই অধিনায়ক ব্রেথওয়েটকে আউট করে দেন শফিউল। কিন্তু এরপরই ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান উইকেটে জমে যান। আঁকড়ে থাকেন। পাওয়েল ও হোপ মিলে দলকে ১৭৪ রানে নিয়ে যান। দুইজন মিলে দ্বিতীয় উইকেটে ১৬৩ রানের জুটি গড়েন। এই জুটিই দলকে অনেকদূর এগিয়ে নিয়ে যান। এমন সময় ৭২ রান করা কাইরন পাওয়েল আউট হয়ে যান। ফজলে মাহমুদ রাব্বির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর আর বড় জুটির দেখা মিলেনি। তবে ছোট্ট ছোট্ট কয়েকটি জুটি হয়। যা ওয়েস্ট ইন্ডিজকে একদিনেই বহুদূরে নিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সক্ষমতারও ঝলক মিলে। ২৩৯ রানেই চার উইকেটের পতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের। দলের ২০০ রানের সময় নাঈমের বলে এ্যামব্রিস ও ২৩৯ রানের সময় হেটমায়ার আউট হন। এরপর ২৭০ রানে গিয়ে ডওরিচকে আউট করেন সৌম্য। এক রান যোগ হতেই রুবেল হোসেন আউট করেন চেজকে। এরপর আর কোন উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেটে গিয়ে রেইফার (১৪*) ও পল (১৮*) মিলে ৩২ রানের জুটি গড়ে দলকে ৩০৩ রানে নিয়ে যান। ৮৬.৩ ওভার খেলা হয়। দিনও শেষ হয়। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের গভীরতা বোঝা গেল। কিন্তু যেটা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কা সেই বোলিংয়ের ঝলকানি দেখার মিলল না। ওয়েস্ট ইন্ডিজ টস জিতে যে আগে ব্যাটিং নিল। তবে আজ দ্বিতীয়দিন স্বাভাবিকভাবেই বোলারদের কাজে লাগানোর দিকেই এগিয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমদিন যে দুর্দান্ত ব্যাটিং দেখা গেছে, বোলাররাও নিশ্চয়ই সেইরকম কিছুই করে দেখাবেন। এখন বিসিবি একাদশ ব্যাটসম্যানরা যদি ওয়েস্ট ইন্ডিজ পেসার ও স্পিনারদের বলগুলো ভালভাবে খেলতে পারেন তাহলে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যানদেরও সাহস বাড়বে। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ॥ ৩০৩/৬; ৮৬.৩ ওভার (ব্রেথওয়েট ৬, পাওয়েল ৭২, হোপ ৮৮, এ্যামব্রিস ১৭, চেজ ৩৫, হেটমায়ার ২৪, ডওরিচ ২৪, রেইফার ১৪*, পল ১৮*; নাঈম ২/১০৪, সৌম্য ১/১০, ফজলে ১/১১, শফিউল ১/২৩)।
×