ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাকিব ফেরায় স্বস্তি স্টিভ রোডসের

প্রকাশিত: ০৪:৫৬, ১৮ নভেম্বর ২০১৮

সাকিব ফেরায় স্বস্তি স্টিভ রোডসের

অনলাইন রিপোর্টার ॥ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ছিলেন দর্শক হয়ে। তবে চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শুরু থেকেই আছেন সাকিব আল হাসান। সব ঠিক থাকলে ২২ নবেম্বর ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে তার নেতৃত্বেই মাঠে নামছে বাংলাদেশ দল। সাকিব ফেরায় স্বস্তি সব ক্রিকেট ভক্তদের মনে। আর বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস তো উৎফুল্লই বলা চলে। চট্টগ্রাম টেস্ট খেলতে রবিবার বন্দরনগরীতে পা রাখে টিম বাংলাদেশ। দুইভাগে ভাগ হয়ে চট্টগ্রামে যায় টাইগাররা। অন্যরা আগে গেলেও সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ যান পরের ধাপে। চট্টগ্রামে পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি মাঠে চলে যান সাকিব ও মাহমুদউল্লাহ। এদিন নেটে পুরো দমে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। করেছেন বোলিংও। অনুশীলনরত সাকিবকে কোচ স্টিভ রোডস নিখুত ভাবে পর্যবেক্ষণ করেছেন সারাক্ষণ। অনুশীলন শেষে এই কোচের কণ্ঠে মিশে থাকল সাকিবকে ফিরে পাওয়ার আনন্দ। টাইগার কোচ বললেন এভাবে, ‘ওকে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। আমি বরাবরই বলে আসছি, সাকিব মাস্টার ট্যাকটিশিয়ান। মিরপুর টেস্টে অধিনায়ক হিসেবে রিয়াদ বেশ ভালো করেছে। কিন্তু সাকিবের মতো কারও বুদ্ধিমত্তা আর ট্যাকটিকাল ভাবনাটা আমাদের সাফল্যের বড় একটা অনুষঙ্গ।’ রোডস যোগ করে বলেন, ‘আমরা ওকে দুহাত বাড়িয়ে দলে স্বাগত জানাচ্ছি। ওর আঙুলের অবস্থা এখন মনে হচ্ছে বেশ ভালো। আজকে ৪৫ মিনিট লম্বা সময় ও নেট সেশন কাটিয়েছে। সব মিলিয়ে খুব ভালো মনে হচ্ছে অবস্থা।’
×