ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে আজ শুরু জাতীয় যুব আরচারি

প্রকাশিত: ০৪:৫৯, ১৯ নভেম্বর ২০১৮

 টঙ্গীতে আজ শুরু জাতীয় যুব আরচারি

স্পোর্টস রিপোর্টার ॥ সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় আজ থেকে টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘তীর ২য় জাতীয় যুব আরচারি চ্যাম্পিয়নশিপ’। দুইদিনব্যাপী এই আসরের উদ্বোধন হবে আজ সকালে। দুই ক্যাটাগরিতে টুর্নামেন্ট হবে। জুনিয়র ক্যাটাগরিতে আরচারদের বয়স অনুর্ধ-২০ বছর। আর ক্যাডেট ক্যাটাগরিতে বয়স অনুর্ধ-১৭ বছর। টুর্নামেন্টে বিকেএসপি, তীরন্দাজ সংসদ, কোয়ান্টাম স্পোর্টিয়াম, শাওতাল ট্রেডিশনাল (এসটি) আরচারি ক্লাব, স্ট্যান্ডার্ড বাংলাদেশ (এসবি) আরচারি ক্লাবের মোট ৬৮জন প্রতিযোগী অংশ নেবে। এর মধ্যে বালক ৩৯জন, বালিকা ১৭জন ও কর্মকর্তা ১২জন। টুর্নামেন্ট উপলক্ষে রবিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের মার্কেটিং ম্যানেজার মোঃ ফারজানুল হক এবং সিনিয়র ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দীন আহমেদ চপলসহ আরও অনেকে।
×