ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র পরিচালক নির্মাতা আমজাদ হোসেন লাইফ সাপোর্টে

প্রকাশিত: ০৫:২৩, ১৯ নভেম্বর ২০১৮

  চলচ্চিত্র পরিচালক নির্মাতা আমজাদ  হোসেন লাইফ সাপোর্টে

স্টাফ রিপোর্টার ॥ দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক ও নির্মাতা আমজাদ হোসেন হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন রবিবার। এদিন দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে অভিনেতা ও নির্মাতা সোহেল আরমান। তিনি জানান, আমি যখন বুঝতে পেরেছি যে আব্বা হাত পা নাড়তে পারছিলেন না, তখনই তাকে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার তখন জানালেন যে আব্বা স্ট্রোক করেছেন। আব্বার শারীরিক অবস্থা ভাল না। যে কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ডাঃ শহীদুল্লাহ সবুজের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। সোহেল আরমান আরও বলেন, আমি সবার কাছে দোয়া চাই যেন আমার আব্বাকে আল্লাহ সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমি সন্তান হিসেবে আমার চেষ্টার কোন ত্রুটি করছি না। চলতি বছরই অসুস্থ হয়ে থাইল্যান্ডের সুকুমভিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমজাদ হোসেন। সেখানে তার ক্ষুদ্রান্ত্রে দু’টি সফল অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে এসেছিলেন। ৭৬ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব বহুমুখী প্রতিভার অধিকারী। সৃজনশীলতার নানা মাধ্যমে কাজ করেছেন। শিশুসাহিত্যিক, ঔপন্যাসিক, চলচ্চিত্রের কাহিনীকার, চিত্রনাট্য রচয়িতা, পরিচালক, গীতিকার, অভিনেতা, প্রযোজক এ রকম নানা পরিচয়ে তিনি পরিচিত। তিনি ১৯৪২ সালের ১৪ আগস্ট, জামালপুরে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে লেখালেখির শুরু। ক্লাস থ্রিতে প্রথম ছড়া লেখেন যা প্রকাশিত হয়েছিল ‘আজাদ’ পত্রিকায় শিশুদের পাতায়। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে সফলতা পেয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নির্মাণ করেছেন ‘সুন্দরী’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’র মতো কালজয়ী সিনেমা। গুণী এই পরিচালক ১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
×