ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘থার্টিফার্স্ট নাইটে হোটেল বা বাড়ির ছাদে পার্টি করা যাবে না’

প্রকাশিত: ০৫:২৪, ১৯ নভেম্বর ২০১৮

 ‘থার্টিফার্স্ট নাইটে হোটেল বা বাড়ির ছাদে পার্টি করা যাবে না’

বিশেষ প্রতিনিধি ॥ থার্টিফার্স্ট নাইটে কোন হোটেলে বা বাড়ির ছাদে পার্টির আয়োজন করা যাবে না। এই সময়ে পাঁচ তারকা হোটেল ছাড়া সব জায়গায় বার বন্ধ থাকবে। থার্টিফার্স্ট নাইটে কূটনৈতিক এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, পর্যটন এলাকাসহ বিভিন্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আসাদুজ্জামান খান কামাল আসন্ন বড়দিন উদযাপন এবং থার্টিফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সভায় আমরা তুলে ধরেছি এবারের প্রেক্ষাপটটা ঠিক অন্যরকম। আমাদের জাতীয় নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর হতে যাচ্ছে। সেজন্য আমাদের বিশেষভাবে পূর্ব সতর্কতা ও বিশেষ নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আসাদুজ্জামান খান কামাল বলেন, থার্টিফার্স্ট নাইট, আমরা প্রথমতো নিরুৎসাহিত করব সেইদিন না করার জন্য। আমাদের নিরাপত্তা বাহিনী নির্বাচনের কাজে নিয়োজিত থাকবে। কাজেই আমরা নিরুৎসাহিত করছি। কোন ধরনের জায়গায় যেন থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান না হয়, বিশেষ করে উন্মুক্ত স্থানে এসব অনুষ্ঠান করা যাবে না। বাসার ছাদেও করা যাবে না। ৩১ ডিসেম্বর দিন ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকা যাবে না জানিয়ে মন্ত্রী বলেন, থার্টিফার্স্ট নাইটে কোন হোটেলে গ্যাদারিং সৃষ্টি করে ডিজে পার্টি করা যাবে না। কোন হোটেলে কোন ডিজে পার্টি করা যাবে না। হোটেলগুলো তাদের পার্কিংয়ের বাইরে অন্য কোন স্থানে অবৈধ গাড়ি পার্কিং করতে পারবে না। এটাও আমরা নিয়ন্ত্রণ করব। থার্টিফার্স্ট নাইটে পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ২৫ ডিসেম্বর বড়দিনে সব চার্চে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, সারাদেশে প্রায় সাড়ে ৩ হাজারের মতো চার্চ রয়েছে। তাই বড়দিনেও কোন ধরনের আতশবাজি ও পটকা ফোটানো যাবে না। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষাসেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, উপদেষ্টা হিউবার্ট গমেজ, ভাইস- প্রেসিডেন্ট জুয়েল আরেং এমপি ও বাবু মার্কুজ গমেজ, সাংগঠনিক সম্পাদক নিপুন সাংমা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নিখিল মানখিন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×