ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেডেল অব ফ্রিডম পাচ্ছেন দ্য কিং

প্রকাশিত: ০৫:২৪, ১৯ নভেম্বর ২০১৮

 মেডেল অব ফ্রিডম পাচ্ছেন দ্য কিং

বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় গায়ক ও অভিনেতা এলভিস প্রিসলি এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম খেতাব পাচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম সাতজন বিখ্যাত ব্যক্তিকে এ পুরস্কার দেয়ার ঘোষণা এলো। এই র‌্যাপ সঙ্গীত শিল্পিকে ‘কিং অব রক এ্যান্ড রোল’ বা দ্য কিং নামেও অভিহিত করা হয়। শুক্রবার হোয়াইট হাউস এলভিস প্রিসলিকে যুক্তরাষ্ট্রের স্মরণীয় আইকনদের মধ্যে একজন বলে আখ্যা দিয়েছে। প্রিসলির পাশাপাশি এ পুরস্কারের জন্য প্রখ্যাত বেসবল খেলোয়ার বেব রুথ ও দেশটির সুপ্রীমকোর্টের প্রয়াত বিচারক এ্যান্টনি সালিয়ার নামও ঘোষণা করা হয়। এ বিষয়ে ট্রাম্প বলেন, বিশ্বের অন্য জায়গার তুলনায় আমেরিকায় বেশি মেধাবীর জন্ম হয়েছে। আমরা সত্যিকার অর্থেই একটি মহান জাতি। বিবিসি অবলম্বনে।
×