ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টার্কির ধাওয়ায় পালাল পুলিশ

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ নভেম্বর ২০১৮

 টার্কির ধাওয়ায় পালাল পুলিশ

বুনো টার্কির তাড়া খেয়ে পালাল পুলিশের একটি টহল গাড়ি। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের। খবরে বলা হয়েছে, ম্যাসাচুসেটসের চেশায়ার শহরে হর্ন বাজিয়ে ছুঁটে চলছিল পুলিশের একটি টহল গাড়ি। গাড়িটিতে কয়েকজন অস্ত্রধারী পুলিশ ছিল। ওই টহল দলটির নেতৃত্বে ছিলেন ড্যারেন ডার্বি নামের একজন চৌকস পুলিশ কর্মকর্তা। গাড়িটি রাস্তা দিয়ে ছুঁটে চলছিল। এ সময় একটি বদরাগী টার্কি সড়কের পাশ থেকে বের হয়ে আসে। গাড়ির চালক হর্ন বাজায়। এতে বেজায় খেপে যায় ওই টার্কি। এরপর আচমকা টার্কিটি পুলিশের ওই টহল গাড়ির খোলা জানালা বেয়ে ওঠার চেষ্টা করে। গাড়ির সবজায়গায় জোরে জোরে ঠোকর বসায়। পুলিশ কর্মকর্তা, ড্যারেন ডার্বি খ্যাপাটে টার্কিটিকে নিবৃত্ত করার চেষ্টা করে। এরপর টার্কিটি সোজা ড্যারেন ডার্বিকে আক্রমণ করে। ওই পুলিশ কর্মকর্তার পায়ে ঠোকর দিয়ে প্যান্ট ছিড়ে ফেলে। এরপর এটি ওই টহল গাড়ির অন্যান্য সদস্যের ওপর চড়াও হয়। টার্কিটি এক লাফে গাড়ির মধ্যে ঢুকে যায়। এরপর পুলিশ সদস্যরা কৌশলে টার্কিটিকে নামিয়ে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে স্থান ত্যাগ করে। এরপর টার্কিটি অনেকক্ষণ ধরে গাড়িটিকে ধাওয়া করে। -ইউপিআই অবলম্বনে।
×