ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাক্ষাতকার কারা নেবেন, সেটা বিএনপির বিষয় ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৪৯, ১৯ নভেম্বর ২০১৮

 সাক্ষাতকার কারা নেবেন, সেটা বিএনপির বিষয় ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার কারা নেবেন সেটা বিএনপির নিজস্ব বিষয় এবং এ নিয়ে কথা বলার এখতিয়ার কারও নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঠিক করতে মনোনয়ন ঠিক করতে কিভাবে সাক্ষাতকার নেয়া হবে, কে নিবেন, সেটা একান্তই দলের সিদ্ধান্ত। এ বিষয় নিয়ে অন্যরা নাক না গলালেও চলবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দন্ডিত ব্যক্তির এমন কাজে নির্বাচনী আচরণ ভঙ্গ হচ্ছে বলে ইসিতে অভিযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন, ইসি নিজেরাই আচরণবিধি ভঙ্গ করছে।
×