ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মি টু আন্দোলন

নিপীড়কদের চেহারা উন্মোচনের আহবান

প্রকাশিত: ০৮:০১, ১৯ নভেম্বর ২০১৮

নিপীড়কদের চেহারা উন্মোচনের আহবান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ পৃথিবীজুড়ে চলমান মি টু আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বাংলাদেশের যে নারীরা যৌন নিপীড়নের বিরুদ্ধে মুখ খুলেছেন তাদের ‘সাহসী’ আখ্যা দিয়ে নিপীড়কদের চেহারা উন্মোচনের আহবান জানিয়েছেন বিভিন্ন পেশায় কর্মরত নারীরা। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নিপীড়িতদের পাশে দাঁড়াই, নিপীড়কদের ঘৃণা করি; আমরা মি টু আন্দোলনের পক্ষে, আমরা যৌন নিপীড়নের বিরুদ্ধে’ শিরোনামে মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, মানবাধিকারকর্মী খুশি কবিরসহ নারী সাংবাদিক কেন্দ্রের অনেকেই মুশফিকা লাইজু নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় জীবনের ‘যৌন নিপীড়নের’ ঘটনা প্রকাশ করেন।
×