ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনের ফলাফল ভোটাররাই নির্ধারণ করবেন : হাওলাদার

প্রকাশিত: ০২:৫১, ১৯ নভেম্বর ২০১৮

নির্বাচনের ফলাফল ভোটাররাই নির্ধারণ করবেন  :  হাওলাদার

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনের ফলাফল দেশের ভোটারাই নির্ধারণ করবেন। তাই নির্বাচনে ভোটারদের প্রতি আস্থা রাখতে সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। সোমবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হাওলাদার আরো বলেন, নির্বাচনের ফলাফল দেশের ভোটারাই নির্ধারণ করবেন। তাই নির্বাচনে ভোটারদের প্রতি আস্থা রাখতে সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানান তিনি। তিনি বলেন, সকল দল নির্বাচনে অংশ নিচ্ছে, এতে গণতন্ত্র সুসংহত হবে। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। তিনি বলেন, সকলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে, লেভেলপ্লেইং ফিল্ড তৈরী হবে। সম্মিলিত জাতীয় জোটের লিয়াজো কমিটির সভায় সভাপতিত্ব করেন হাওলাদার। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন। সম্মিলিত জাতীয় জোটের নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আলহাজ্জ আবু নাসের ওয়াহেদ ফারুক, সিনিয়র কো-চেয়ারম্যান আবু হানিফ হৃদয়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্মমহাসচিব জালাল উদ্দিন আহম্মেদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্মমহাসচিব মজিবুর রহমান হেলাল, বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি, জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান, আবু হাসনাত, আসাদুজ্জামান, শউম মাসুদ, মোমেন, আবদুল মতিন প্রমুখ।
×